সাপের ছোবলে আহত চবির মারজানকে হাসপাতালে ভর্তি

০৪ অক্টোবর ২০২২, ১১:১২ AM
সাপের ছোবলে আহত চবির মারজানকে হাসপাতালে ভর্তি

সাপের ছোবলে আহত চবির মারজানকে হাসপাতালে ভর্তি © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রাজনীতি বিজ্ঞানের মারজান হোসাইন নামে এক শিক্ষার্থী বিষধর সাপের ছোবলে আহত হয়েছেন। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (০৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলসংলগ্ন একটি কটেজে এ ঘটনা ঘটে।

আহত মারজান হোসাইন বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান ১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র। তাকে প্রথমে বিশ্ববিদ্যালয় মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভেনম রিসার্চ সেন্টারের শিক্ষানবিশ গবেষক রফিক ইসলাম বলেন, ছেলেটিকে বিষধর সবুজ বোড়া সাপ ছোবল দিয়েছে। তবে বিষের মাত্রা কম ছিল বলে মনে হচ্ছে, তাই এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। রাতেই তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে নিয়ে আসা হয়েছে। ডাক্তারদের পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। বর্তমানে সে নিরাপদ।

আরও পড়ুন: চবি ক্যাম্পাসে ১২ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

তিনি বলেন, সাপটির নাম সবুজ বোড়া, ইংরেজিতে এটিকে Green Pit Viper সাপ বলে। এটি বিষধর, এর বিষে অনেক সময় ব্লাড সেল নষ্ট হয়ে যায় এবং রক্ত চলাচলে সমস্যা হয়। তাই সাপ ছোবল দিলে শরীরে কোনো ধরনের বাঁধ দিতে নিষেধ করা হয়। মৃত্যুঝুঁকি কম থাকলেও এই সাপের কামড়ে অঙ্গহানি ও অতিরিক্ত রক্তপাত ঘটতে পারে।

পাহাড়ঘেরা বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস বন্যপ্রাণীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত। ২ হাজার ১০০ একরের বিশাল ক্যাম্পাসে আবাসিক হল, অনুষদ ভবন ও রাস্তাগুলো পাহাড়ঘেঁষা হওয়ায় তাই প্রায়ই দেখা মেলে নানা প্রজাতির সাপ। তবে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে সাপের কামড়ে অসুস্থদের চিকিৎসায় নেই কোনো ব্যবস্থা। বিষয়টি নিয়ে দীর্ঘদিনের ক্ষোভ রয়েছে শিক্ষার্থীদের মাঝে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, প্রতিবছর শীতের শুরুতে ও বর্ষা ঋতুতে সাপের উপদ্রব বেড়ে যায়। এ সময় খাবারের সন্ধান ও উষ্ণতার জন্য লোকালয়ে চলে আসে সাপ। সম্প্রতি কাটা পাহাড়ের রাস্তায়, আবাসিক হল, অনুষদ ভবনে বেশ কিছু সাপের দেখা মেলায় অনেকে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। অনেকে এসব সাপের ছোবলে গুরুতর আহতও হচ্ছেন।

আনোয়ারায় রাস্তা সম্প্রসারণের কাজ চলাকালে গ্যাসলাইনে লিকেজ, …
  • ১৮ জানুয়ারি ২০২৬
৩ দাবিতে নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের অবস্থান
  • ১৮ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দাদি-নাতিসহ ৩ জনের মৃত্যু
  • ১৮ জানুয়ারি ২০২৬
জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়…
  • ১৮ জানুয়ারি ২০২৬
জুলাই শহীদ ও আহতদের সঙ্গে মতবিনিময় তারেক রহমানের
  • ১৮ জানুয়ারি ২০২৬
পে স্কেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে ২১ জানুয়ারি, সর্ব…
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9