সুবিধাবঞ্চিত শিশুরা পেল পূজার নতুন জামা

৩০ সেপ্টেম্বর ২০২২, ০৮:৫১ PM
নতুন জামা উপহার পেল শিশুরা

নতুন জামা উপহার পেল শিশুরা © টিডিসি ফটো

শরতের শুভ্রতার মিশেলে আবার এলো দুর্গাপূজা। পূজার আনন্দ আরো বাড়িয়ে দিতে সুবিধাবঞ্চিত শিশুদের নতুন জামা উপহার দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় নবজাগরণ ফাউন্ডেশন। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিরাজী ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এ উপহার প্রদান করা হয়। যার পৃষ্ঠপোষকতায় ছিল ছাত্র উপদেষ্টা দপ্তর।

দুর্গাপূজা উপলক্ষ্যে নগরীর বুধপাড়া হরিজনপল্লীর ৪০জন সুবিধাবঞ্চিত সনাতন ধর্মাবলম্বী শিশুকে নতুন জামা উপহার দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় নবজাগরণ ফাউন্ডেশন নামের সংগঠনটি। নবজাগরণ ফাউন্ডেশনের সভাপতি রাসেল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

আরও পড়ুন: ফুল-ফ্রিতে স্নাতকোত্তর করুন নরওয়েতে

নবজাগরণের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে উপাচার্য বলেন, আজকে এই আয়োজন সত্যিই মহৎ। এভাবে সকলের উৎসব-অনুষ্ঠানে পাশে থাকা উদার মানসিকতা ও অসাম্প্রদায়িকতার শিক্ষা দেয়। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়ার সার্থকতা আমি এখানেই দেখতে পায়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এম তারেক নূর, হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক  রুখসানা বেগম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ফারহাত তাসনিম, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মনিমুল হক, সহকারী পরিচালক সিসিডিসি মনিরা জান্নাতুল কোবরা, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বুদ্ধিপ্রতিবন্ধী স্কুল কল্পনা ভৌমিক সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামায়াত প্রার্থী-বিএনপি নেতাদের শোকজ
  • ৩০ জানুয়ারি ২০২৬
ঘুম থেকে ওঠার সেরা সময় কোনটি?
  • ৩০ জানুয়ারি ২০২৬
অভিনয়ে বছরের প্রথম পুরস্কার পেলেন জয়া আহসান
  • ৩০ জানুয়ারি ২০২৬
দলীয় শৃঙ্খলা ভঙ্গ, স্বেচ্ছাসেবক দলের ৬ নেতাকর্মী বহিষ্কার
  • ৩০ জানুয়ারি ২০২৬
রাতে ঘুম না আসলে কী করবেন?
  • ৩০ জানুয়ারি ২০২৬
কবি নজরুল কলেজে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের নকলের ছড়াছ…
  • ৩০ জানুয়ারি ২০২৬