ঢাবি ছাত্রলীগের দুই ইউনিটের কমিটি ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিউট শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে কমিটি দুটি ঘোষণা করা হয়।

সামাজিক বিজ্ঞান অনুষদ শাখায় সভাপতি মনোনীত হয়েছেন আশফাক ফেরদৌস। সাধারণ সম্পাদক হয়েছেন সামসুল আরেফিন সেজাম। তারা দুজনই সমাজবিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

অন্যদিকে শিক্ষা ও গবেষণা ইনস্টিউট শাখা ছাত্রলীগের সভাপতি মনোনীত হয়েছেন মো. আরিফ হোসেন। সাধারণ সম্পাদক হয়েছেন রাফিউল শাহ আকন্দ শুভ।

এ ছাড়া বিজয় একাত্তর হল শাখা ছাত্রলীগের ১৭১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

কমিটিতে দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত, শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য এবং পরিচ্ছন্ন ইমেজের ছাত্রদের পদায়ন করা হয়েছে বলে ঢাকা পোস্টকে জানিয়েছেন ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence