ফেব্রুয়ারিতে জাবির ষষ্ঠ সমাবর্তন

জাবি
জাবি   © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সমাবর্তন আগামী ফেব্রুয়ারিতে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য জানান তিনি। এর আগে, রোববার অনুষ্ঠিত জাবির সিন্ডিকেটের এক বিশেষ সভায় সমাবর্তন আয়োজনের জন্য অনুমোদন দেওয়া হয়।

উপাচার্য জানান, ‘সমাবর্তনের ব্যাপারে সিন্ডিকেটে আলাপ হয়েছে। আমরা এ সপ্তাহে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে চিঠি লিখব। উনি অনুমতি দিলে আমরা সে সময় অনুযায়ী সমাবর্তন আয়োজন করব। সমাবর্তন শিক্ষার্থীদের দীর্ঘ দিনের দাবি। আমরা সেটা বিবেচনা করে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমাবর্তন আয়োজনের চিন্তা করছি।’

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রহিমা কানিজ জানান, ‘সিন্ডিকেটে সমাবর্তন করার সিদ্ধান্ত হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসে সমাবর্তন আয়োজন করা হবে। আমরা এ সপ্তাহে রাষ্ট্রপতি ও চ্যান্সেলরকে চিঠি লিখব। উনি অনুমোদন দিলে সমাবর্তন আয়োজন কমিটি করব। এরপর সমাবর্তন আয়োজন কমিটি বাকি কার্যক্রম পরিচালনা করবেন।’

আরও পড়ুন : ৩০৯ পরীক্ষককে ডেকে আগের ভুলগুলো দেখাল পিএসসি

জানা গেছে, প্রতিষ্ঠার ৪৯ বছরে জাবিতে মাত্র পাঁচবার সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ ২০১৫ সালে সমাবর্তন অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠার দীর্ঘ ২৬ বছরে ১৯৯৭ সালে প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়। এরপর ২০০১ সালে দ্বিতীয়, ২০০৬ সালে তৃতীয়, ২০১০ সালে চতুর্থ এবং ২০১৫ সালে অনুষ্ঠিত সর্বশেষ সমাবর্তন হয়। সর্বশেষ পঞ্চম সমাবর্তনে অংশ নেওয়া ৯ হাজার গ্র্যাজুয়েট, এমফিল ও পিএইচডি ডিগ্রিধারী মূল সনদপত্র হাতে পান। 


সর্বশেষ সংবাদ