ঢাকা বিশ্ববিদ্যালয় সঠিক সিদ্ধান্ত নিয়েছে: ইউজিসি চেয়ারম্যান

২৬ আগস্ট ২০২১, ০৮:৫১ AM
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ © ফাইল ফটো

আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হল খুলে দেওয়ার সিদ্ধান্ত যথার্থ বলে মনে করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ। বুধবার (২৫ আগস্ট) একটি জাতীয় দৈনিককে দেয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

ইউজিসি চেয়ারম্যান বলেন, আমি মনে করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত ঠিক আছে। আর কত দিন শিক্ষার্থীরা বসে থাকবে? আমাদের পক্ষ থেকে প্রস্তাব থাকবে, যদি করোনা সংক্রমণ ১০ শতাংশের নিচে থাকে তাহলেও যেন সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরের শুরুতে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হয়।

এর আগে, গত মঙ্গলবার (২৪ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভায় হল খুলে দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। তবে হল খুলে দেয়ার আগে সব শিক্ষার্থীকে করোনা টিকা নিশ্চিত করতে চায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

পড়ুন: সশরীরে ও অনলাইনে পাঠদানের প্রস্তুতি গ্রহণের নির্দেশ ইউজিসির

বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভাপতি অধ্যাপক আব্দুল বাছির বলেন, হল খোলার পূর্ব শর্ত হলো ভ্যাকসিন নিশ্চিত করা। এখন পর্যন্ত কত শতাংশ শিক্ষার্থী ভ্যাকসিন নিয়েছে সে তথ্য আমরা এখনও পাইনি। আমরা প্রথমে সেটির দিকে নজর দিচ্ছি।

কাজী শহীদুল্লাহ আরো বলেন, এখন ১৮ বছর বয়সীরাও টিকা পাচ্ছেন। বিশ্ববিদ্যালয় পর্যায়ের বেশির ভাগ শিক্ষার্থীই টিকার প্রথম ডোজ পেয়েছেন। দ্বিতীয় ডোজও অনেকের সম্পন্ন হয়েছে। শিক্ষক-কর্মচারীদের প্রায় সবাই দুই ডোজ টিকাই নিয়েছেন। এ ছাড়া আমাদের যাঁরা শিক্ষার্থী তাঁদের বয়সও ২৫ বছরের নিচে, যাঁদের সংক্রমণের হার খুবই কম। আর কিছুটা ঝুঁকি তো আমাদের নিতেই হবে।

ক্ষমতায় আসলে দিনাজপুরকে সিটি করপোরেশন করা হবে
  • ২৩ জানুয়ারি ২০২৬
দশ দলীয় জোটের গণজোয়ারে আতঙ্কিত হয়ে একটি দল উল্টাপাল্টা বক্ত…
  • ২৩ জানুয়ারি ২০২৬
হাদির হত্যার বিচারের দাবিতে তিতুমীরে বিক্ষোভ মিছিল
  • ২৩ জানুয়ারি ২০২৬
সৌদিতে রমজানে নামাজে লাউড স্পিকার ব্যবহারে নিষেধাজ্ঞা
  • ২৩ জানুয়ারি ২০২৬
উত্তরবঙ্গের চেহারা বদলে দিতে পাঁচ বছরই যথেষ্ট: জামায়াত আমির
  • ২৩ জানুয়ারি ২০২৬
উৎসব আনন্দে জবিতে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা
  • ২৩ জানুয়ারি ২০২৬