৪৩তম বিসিএস: আবেদনের সময় বাড়ানোর পক্ষে উপাচার্যরা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২০, ০৩:২৫ PM , আপডেট: ১৩ ডিসেম্বর ২০২০, ০৩:২৫ PM
চলমান করোনা সংকটের মধ্যে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত পরীক্ষা গ্রহণে সিদ্ধান্ত নিতে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। আজ রবিবার (১৩ ডিসেম্বর) দুুপুরে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ এর সভাপতিত্বে ভার্চুয়ালি এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সভায় ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর করোনা সময়ে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা এবং ব্যবহারিক ক্লাস ও মূল্যায়ন বিষয়ে ৭টি সুপারিশ তুলে ধরেন।
সভায় ৩৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ইউজিসি সদস্যগণ যুক্ত ছিলেন। সভায় উপাচার্যরা ৪৩তম বিসিএস পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর জন্য পাবলিক সার্ভিস কমিশনকে (পিএসসি) পত্র দেওয়ার জন্য ইউজিসিকে অনুরোধ করেন।
সভায় উপাচার্যগণ জানান, করোনা পরিস্থিতিতে অনলাইনে পাঠদান অব্যাহত রয়েছে। অসমাপ্ত সেমিস্টার শেষ পর্যায়ে রয়েছে। পরীক্ষা না হওয়ার কারণে শিক্ষাথীরা হতাশ হয়ে পড়েছে। তারা নিজেদেরকে পরবর্তী সেমিস্টারের শিক্ষা কার্যক্রম থেকে আলাদা করে নিচ্ছে। পরীক্ষা বা মূল্যায়ন না হলে অনলাইন শিক্ষাকার্যক্রম মুখ থুবড়ে পড়বে। জাতীয় স্বার্থে পরীক্ষা নেওয়া দরকার। সম্প্রতি বিজ্ঞাপিত বিসিএস পরীক্ষায় আবেদনের সময় বাড়াতে পিএসসিকে পত্র দেওয়ার জন্য ইউজিসিকে অনুরোধ করেন উপাচার্যরা।