বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে প্রতিবন্ধী কোটার বাস্তবায়ন চায় ইউজিসি

০৫ নভেম্বর ২০২০, ১২:০০ PM
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ভবন

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ভবন © ফাইল ফটো

দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভর্তি এবং তাদের জন্য ন্যায্য হারে কোটা সংরক্ষণে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ বাস্তবায়ন চায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি ইউজিসির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (০৫ নভেম্বর) ইউজিসির এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।

এ বিষয়ে ইউজিসি’র যুগ্ম সচিব জাফর আহম্মদ জাহাঙ্গীর স্বাক্ষরিত পত্র দেশের সকল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে পাঠানো হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

২০১৩ সালের অক্টোবর মাসে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষা নিশ্চিতকরণে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩ এর গেজেট প্রকাশিত হয়। এই আইনের ৯-এর ‘জ’ ও ‘ট’ ধারায় মেধার ভিত্তিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে প্রতিবন্ধীদের জন্য ন্যায্য ও কার্যকরভাবে কোটা সংরক্ষণ করতে বলা হয়েছে। সেই সাথে প্রতিবন্ধিতার ধরন অনুযায়ী চাহিদার ভিন্নতা বিবেচনাপ্রসূত তাদের সক্ষমতা নির্ধারণপূর্বক পাঠ্যক্রম প্রণয়ন করতে বলা হয়।

এছাড়া, চলতি বছরের জানুয়ারি মাসে ইউজিসি চেয়ারম্যানকে লেখা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এক পত্রে বলা হয়, প্রতিবন্ধীদের শিক্ষিত করে মূলধারায় সম্পৃক্ত করে এসডিজি অর্জনে বিষয়টির সাথে বিভিন্ন মন্ত্রণালয় সম্পৃক্ত। কাজেই প্রতিবন্ধী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার্থে বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের করণীয় রয়েছে।

বিশ্ববিদ্যালয়সমূহে প্রতিবন্ধী শিক্ষার্থীর জন্য ন্যায্য হারে কোটা সংরক্ষণসহ ভর্তির নিয়ম-কানুন অপ্রতিবন্ধী শিক্ষার্থীদের থেকে শিথিল করে উচ্চ মাধ্যমিক বা এ-লেভেল পাশ করা প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে মেধার ভিত্তিতে ভর্তি হওয়ার সুযোগ সৃষ্টি করে সরকারের অঙ্গীকার বাস্তবায়নে ইউজিসি চেয়ারম্যান-এর সহযোগিতা প্রত্যাশা করে।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থী আফিয়া কবির আনিলা তথ্য অধিকার (তথ্য প্রাপ্তি সংক্রান্ত) বিধিমালার বিধি-৩ অনুসারে সংশ্লিষ্ট বিষয়ে তথ্য চেয়ে গত সেপ্টেম্বর মাসে ইউজিসি’র দায়িত্ব প্রাপ্ত তথ্য কর্মকতার কাছে আবেদন করেন।

গণভোটের প্রচারণায় ২৩৮ আসনে প্রার্থী ঘোষণা এনসিপি’র
  • ২৩ জানুয়ারি ২০২৬
গণভোটের প্রচারণায় ২৩৮ আসনে প্রার্থী ঘোষণা এনসিপি’র
  • ২৩ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতৃত্বাধীন জোটে যুক্ত হচ্ছে আরও একটি দল!
  • ২৩ জানুয়ারি ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে স্বরস্বতী পূজা উদযাপিত
  • ২৩ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের ব্যতিক্রমী নির্বাচনী জনসভা
  • ২৩ জানুয়ারি ২০২৬
এবার শাকসু নির্বাচনে এজিএস প্রার্থীর পদ স্থগিত করল ছাত্রদল
  • ২৩ জানুয়ারি ২০২৬