ইউজিসির নতুন চেয়ারম্যান ড. কাজী শহীদুল্লাহ

২২ মে ২০১৯, ০২:৩৮ PM

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নতুন চেয়ারম্যান হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ। এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

জানা যায়, বুধবার সকালে এ সংক্রান্ত একটি আদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিয়েছেন। দুপুরের দিকে শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। কাজী শহীদুল্লাহ্ আগামী চার বছরের জন্য ইউজিসির চেয়ারম্যান পদে নিয়োজিত হবেন। ইউজিসির ১৩তম চেয়ারম্যান তিনি।

অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ

 

এর আগে ৮ মে ইউজিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা। তিনি কমিশনের জ্যেষ্ঠতম সদস্য ছিলেন।

প্রসঙ্গত, গত ৭ মে ইউজিসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান নিয়োগের মেয়াদ শেষ হয়। ২০১৫ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শিক্ষাবিদ ও কলামিস্ট অধ্যাপক আবদুল মান্নানকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় ইউজিসির চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়েছিল।

প্রজ্ঞাপন

 

সনাতন ধর্মাবলম্বী-বিএনপি নেতাকর্মীসহ দুই শতাধিক লোকের জামায়…
  • ২৪ জানুয়ারি ২০২৬
চাঁদপুরে আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক গ্রেপ্তার
  • ২৪ জানুয়ারি ২০২৬
সন্ত্রাস-চাঁদাবাজ ছাড়া সবাইকে ১০ দলীয় জোটে আসার আহ্বান হান্…
  • ২৪ জানুয়ারি ২০২৬
সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা
  • ২৪ জানুয়ারি ২০২৬
গণঅধিকার পরিষদের এক প্রার্থীর মনোনয়ন পুনর্বহাল
  • ২৪ জানুয়ারি ২০২৬
ফজলুর রহমানের নির্বাচনী জনসভায় চেয়ার ছোড়াছুড়ি
  • ২৪ জানুয়ারি ২০২৬