অধ্যাপক ড. এস. এম. এ. ফয়েজ © টিডিসি সম্পাদিত
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস. এম. এ. ফয়েজ দুই দফায় চীন ও হংকং সফরে যাচ্ছেন। এই সফরগুলোতে তিনি বাংলাদেশের উচ্চশিক্ষা খাতের প্রতিনিধিত্ব করবেন। সফরসঙ্গী হিসেবে থাকছেন তাঁর সহধর্মিণী অধ্যাপক ড. বাবুনা ফয়েজ। ইউজিসির পৃথক অফিস আদেশ সূত্রে এসব তথ্য জানা গেছে।
অফিস আদেশ অনুযায়ী, প্রথম সফরটি অনুষ্ঠিত হবে চীনে। আগামী ৫ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত মোট ৮ দিন তিনি চীনা সরকারের আমন্ত্রণে উচ্চশিক্ষা বিষয়ক একটি আন্তর্জাতিক প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। এই সফরের সকল খরচ—যাতায়াত, আবাসন ও খাবার—চীন সরকার বহন করবে। সফরকালীন সময়টিকে কর্মকাল হিসেবে গণ্য করা হবে এবং সফর শেষে ১৫ কার্যদিবসের মধ্যে কমিশনে একটি বিস্তারিত প্রতিবেদন জমা দেবেন তিনি।
দ্বিতীয় সফরের গন্তব্য হংকং, যেখানে তিনি ১৮তম এশিয়া-কানেক্ট গভর্নরস মিটিংয়ে অংশ নেবেন। ২০২৫ সালের ২৭ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত তিনি হংকং সফরে থাকবেন। এই সফরের ব্যয়ভার বহন করবে আয়োজক সংস্থা TEIN Cooperation Center।
এদিকে অফিস আদেশে উল্লেখ্য করা হয়েছে, দুটি সফরেই ইউজিসি বা বাংলাদেশ সরকারের কোনো আর্থিক সংশ্লিষ্টতা নেই। এছাড়া বিদেশে অবস্থানকালে তিনি বৈদেশিক মুদ্রায় কোনো বেতন বা ভাতা গ্রহণ করবেন না।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, যথাযথ সরকারি অনুমোদনক্রমে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে। ইউজিসি চেয়ারম্যানের এই সফরগুলো দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার আন্তর্জাতিক সংযোগ বৃদ্ধির পাশাপাশি কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।