অর্গানোগ্রাম হালনাগাদ করার উদ্যোগ ইউজিসির

ইউজিসি লোগো
ইউজিসি লোগো  © সংগৃহীত

অর্গানোগ্রাম হালনাগাদ করছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি)। গত ৬ জানুয়ারি হালনাগাদ করার জন্য ৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিশনের কর্মচারী নিয়োগ, পদোন্নতি ও পদোন্নয়ন নীতিমালা সংশোধন/সংযোজন/পরিমার্জনে হালনাগাদের এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা গেছে।

হালনাগাদ কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন, প্রফেসর ড. মো. সাইদুর রহমান, ইউসিজির সচিব, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক, যুগ্মসচিব এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন প্রশাসন বিভাগের  সহকারী সচিব।

কমিটিকে যথা দ্রুত সময়ে নীতিমালা এবং অর্গানোগ্রাম প্রণয়ন করে কর্তৃপক্ষের কাছে প্রেরণের জন্য বলা হয় চিঠিতে। হালনাগাদকৃত অর্গানোগ্রাম কমিশনের কাজের সাথে সামঞ্জস্য রেখে বিভিন্ন ক্যাটাগরির পদ সৃষ্টি, পদের নাম পরিবর্তন (প্রযোজ্য ক্ষেত্রে), যানবাহন ও অফিস সরঞ্জামাদি টিওএন্ডইভুক্তকরণসহ বেশকিছু কার্যক্রম পরিচালনা করা হবে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!