ব্লেন্ডেড শিক্ষা পদ্ধতি দ্রুত বাস্তবায়ন করতে হবে: ইউজিসি চেয়ারম্যান

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর
অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর  © সংগৃহীত

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর ব্লেন্ডেড শিক্ষা পদ্ধতি দ্রুত বাস্তবায়নের জন্য আহ্বান জানিয়েছেন। রবিবার ইউজিসিতে বাংলাদেশে ব্লেন্ডেড শিক্ষা পদ্ধতি বাস্তবায়ন এবং বাজার ভিত্তিক দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান নিশ্চিতকরণে শিক্ষা মন্ত্রণালয়ে গঠিত উচ্চশিক্ষা উপ-কমিটির প্রথম সভায় তিনি এ কথা বলেন।
 
অধ্যাপক আলমগীর বলেন, ব্লেন্ডেড শিক্ষা পদ্ধতির চাহিদা নিরূপণ ও বাস্তবায়নে কার্যকর বাজেট প্রণয়ন করা খুবই গুরুত্বপূর্ণ। ইউজিসি প্রণীত ব্লেন্ডেড শিক্ষা নীতিমালাটি যাচাই বাছাইয়ের লক্ষ্যে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের নিয়ে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হবে।

সভায় ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র, ব্লেন্ডেড শিক্ষা পদ্ধতি বাস্তবায়নে গঠিত উচ্চশিক্ষা উপকমিটির সদস্যসচিব অধ্যাপক ড. হাসিনা খান, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য অধ্যাপক ড. এস এম কবীর, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

অধ্যাপক বিশ্বজিৎ বলেন, করোনা মহামারীর সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যায়। এসময় বিডিরেনের সহায়তায় অনলাইন প্লাটফর্মে শিক্ষা কার্যক্রম চালু রাখা হয়। এর ফলে শিক্ষক-শিক্ষার্থীরা ব্যাপকভাবে উপকৃত হয়। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি  মোকাবেলা করার জন্য সরকার ব্লেন্ডেড শিক্ষা নীতিমালা তৈরির উদ্যোগ গ্রহণ করেছে।

অধ্যাপক সাজ্জাদ হোসন ব্লেন্ডেড শিক্ষা পদ্ধতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার সিকিউরটি, কর্মদক্ষতা উন্নয়ন, শিল্প ও বাণিজ্য প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি, উদ্যোক্তা উন্নয়ন, উদ্ভাবন, গবেষণার বাণিজ্যিকীকরণ, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ এবং ৫-জি বিষয়গুলো অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence