জামায়াত কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জামায়াতের নেতারা © টিডিসি
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের প্রার্থী ডা. মুহাম্মদ আবু নাছের জোটের স্বার্থে এনসিপি প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
বুধবার (২১ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে নগর জামায়াত কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীর নির্বাচনী পরিচালক মোরশেদুল ইসলাম চৌধুরী এ ঘোষণা দেন। অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মোহাম্মদ নজরুল ইসলাম এবং দক্ষিণ জেলার আমির আনোয়ারুল আলম চৌধুরী উপস্থিত ছিলেন।
মোরশেদুল ইসলাম চৌধুরী বলেন, দলের কেন্দ্রেীয় সিদ্ধান্তের আলোকে ও জোটের স্বার্থে এনসিপি প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন প্রার্থী ডা. আবু নাছের।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনের জন্য এনসিপিকে ছাড় দেওয়ার কথা থাকলেও মনোনয়ন প্রত্যাহারের কারণে এনসিপি প্রার্থী মো. জোবাইরুল হাসান আরিফ মঙ্গলবার রাতে ঘটনাটিকে ‘অনভিপ্রেত’ হিসেবে উল্লেখ করেন।