দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার © ফাইল ফটো
একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান সাংবাদিক এবং দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের মৃত্যুতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় ইউজিসি চেয়ারম্যান বলেন, তাঁর মৃত্যু সাংবাদিকতা জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সাহিত্যে তাঁর অবদান বাংলাদেশের জনগণ চিরকাল মনে রাখবে। তিনি মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে এবং সাংবাদিক সমাজের সকল ন্যায্য দাবী ও অধিকার আদায়ে সোচ্চার ছিলেন। জনাব গোলাম সারওয়ার দেশের সকল প্রগতিশীল আন্দলোনের সাথে জড়িত ছিলেন।
প্রফেসর মান্নান তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।