প্রধানমন্ত্রী স্বর্ণপদক অনুষ্ঠান বুধবার

২৪ জুলাই ২০১৮, ০৫:৫৩ PM
লগো

লগো

এবারের ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ১৬৩ কৃতী শিক্ষার্থী। স্ব-স্ব অনুষদে সর্বোচ্চ নম্বর/ সিজিপিএ অর্জনের স্বীকৃতি হিসাবে এ স্বর্ণপদক পাচ্ছেন তারা।

 বুধবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) উদ্যোগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘শাপলা হলে’ এ স্বর্ণপদক প্রদান করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে স্বর্ণপদক বিতরণ করবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোঃ সোহরাব হোসাইন। ইউজিসির চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন। ইউজিসির সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন।

তাছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, জাতীয় অধ্যাপক, ইউজিসির সাবেক চেয়ারম্যান, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, ইউজিসি সদস্য, পাবলিক ও প্রাইভেট বিশ^বিদ্যালয়সমূহের উপাচার্যবৃন্দ, শিক্ষাবিদ, প্রধানমন্ত্রীর দপ্তর ও ইউজিসি’র উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীদের পিতামাতা ও অভিভাবকবৃন্দ অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

প্রসঙ্গত, দেশের বিশ্ববিদ্যালসমূহের মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও অধিক মনোনিবেশ করে ভাল ফলাফল অর্জনে উৎসাহ প্রদানের জন্য ২০০৫ সালে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রবর্তন করা হয়।

সনাতন ধর্মাবলম্বী-বিএনপি নেতাকর্মীসহ দুই শতাধিক লোকের জামায়…
  • ২৪ জানুয়ারি ২০২৬
চাঁদপুরে আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক গ্রেপ্তার
  • ২৪ জানুয়ারি ২০২৬
সন্ত্রাস-চাঁদাবাজ ছাড়া সবাইকে ১০ দলীয় জোটে আসার আহ্বান হান্…
  • ২৪ জানুয়ারি ২০২৬
সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা
  • ২৪ জানুয়ারি ২০২৬
গণঅধিকার পরিষদের এক প্রার্থীর মনোনয়ন পুনর্বহাল
  • ২৪ জানুয়ারি ২০২৬
ফজলুর রহমানের নির্বাচনী জনসভায় চেয়ার ছোড়াছুড়ি
  • ২৪ জানুয়ারি ২০২৬