মাইনুল ইসলাম

‘‘শিশুরা নিরাপদে ভিডিও দেখতে পারবে বেবিটিউবে’’

০৭ অক্টোবর ২০২১, ০৩:০৫ PM
মাইনুল ইসলাম, বেবিটিউব

মাইনুল ইসলাম, বেবিটিউব © ফাইল ফটো

শিশুদের জন্য বাংলাদেশী কয়েকজন উদ্যোক্তার তৈরি নতুন সাইট ‘বেবিটিউব’। বেবিটিউবে নিরাপদে ভিডিও দেখতে পারবে বলে দাবি করেছেন বেবিটিউবের পাবলিক রিলেশন বিভাগের প্রধান মাইনুল ইসলাম।

সোমবার (৪ অক্টোবর) বঙ্গবন্ধুর ছোটবেলা নিয়ে শিশু-কিশোরদের চিএাঙ্কন এবং ভিডিও কন্টেন্ট প্রতিযোগিতার অনুষ্ঠানে তিনি এমনটি দাবি করেন। 

তিনি বলেন, ভার্চুয়াল লাইফ আমাদের স্বাভাবিক জীবনের সঙ্গে যেমন জড়িয়ে গেছে তেমনি হয়েছে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। এটি যেমন যেমন আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে গিয়েছে ঠিক তেমনি জড়িয়েছে আমাদের সমাজ ও পরিবারের শিশু কিশোরদের জীবনেও। অনলাইনে বা ইন্টারনেটে যেমন সুবিধা পাওয়া যাচ্ছে, তেমনি এখানে রয়েছে কিছু খারাপ দিক।

মাইনুল ইসলাম বলেন, ইউনিসেফের তথ্যমতে, প্রতিদিন ১ লাখ ৭৫ হাজারের ও বেশি শিশু প্রথম বারের মতো অনলাইন জগতে প্রবেশ করে। জাতিসংঘের শিশুবিষয়ক এ সংস্থাটি জানিয়েছে যে, ডিজিটাল দুনিয়ায় এ প্রবেশ তাদের সামনে উপকার ও সুযোগের বিশাল দ্বার উন্মোচন করে। তবে একই সঙ্গে তাদের ঝুঁকি ও ক্ষতির মুখেও ফেলে। যার মধ্যে সবচেয়ে ঝুঁকি হচ্ছে ভিডিও শেয়ারিং সাইটে এডাল্ট,বিকৃত ও শিশুদের অনুপযোগী কন্টেন্ট।।

তিনি আরও বলেন, বিশেষজ্ঞরা বলছেন, শিশুরা ইউটিউবে কী দেখছে সেটা অভিবাবকদের লক্ষ্য রাখতে। কিন্তু কতক্ষণ একটা শিশুকে পাহারা দিয়ে রাখা যায়?  নতুন প্রজন্ম নিরাপদ না থাকলে দেশ নিরাপদ থাকবে না, ভবিষ্যত ও নিরাপদ হবে না। তাই আসুন আমাদের পরবর্তী প্রজন্মকে নিরাপদ রাখতে তাদের সুন্দর সুস্থ নিরাপদ ও বিনোদন মূলক একটা প্লাটফর্ম বেবিটিউবে যুক্ত করি, যেটি শতভাগ নিরাপদ শিশুদের জন্য।

রংপুরকে হারিয়ে দলজুড়ে বোনাস ঘোষণা রাজশাহীর
  • ০২ জানুয়ারি ২০২৬
চবির বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসন…
  • ০২ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন জাইমা রহমান
  • ০২ জানুয়ারি ২০২৬
দীর্ঘ ৮ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি…
  • ০২ জানুয়ারি ২০২৬
যশোর রেজিস্ট্রি অফিসে রহস্যজনক আগুন: পুড়ে ছাই ৩০০ বছরের নথি
  • ০২ জানুয়ারি ২০২৬
শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে সুখবর দিল আবহাওয়াবিদ
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!