ঢাবি ভর্তি প্রস্তুতি: বাংলা ভাষা ও সাহিত্যেও গুরুত্ব দিতে হবে

বিগত কয়েক বছর ঢা.বি তে শুধু বাংলাতে পাশ না করার কারণে অনেকে ভর্তি হতে পারেনি।
বিগত কয়েক বছর ঢা.বি তে শুধু বাংলাতে পাশ না করার কারণে অনেকে ভর্তি হতে পারেনি।  © টিডিসি ফটো

কাঙ্ক্ষিত সফলতা আসে মেধা, পরিশ্রম আর আত্মবিশ্বাসের সমন্বয়ে। এইচএসসি পরবর্তী প্রায় সকল শিক্ষার্থীরই স্বপ্ন থাকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ার। ভর্তি পরীক্ষায় যে কয়টি বিষয় থেকে প্রশ্ন আসে সেগুলোতে আলাদাভাবে পাশ না করলে ভর্তি হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হতে হবে।

ভর্তি পরীক্ষায় যে সব বিষয় থেকে প্রশ্ন হয় তার মধ্যে বাংলাও গুরুতপূর্ণ। বিগত কয়েক বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু বাংলায় পাশ না করার কারণে অনেকে ভর্তি হতে পারেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সঠিক মেধা যাচাইয়ের জন্য ২০১৯-২০২০ সেশন থেকে এমসিকিউ পরীক্ষার পাশাপাশি লিখিত পরীক্ষাও যুক্ত করেছে।

আরও পড়ুন: ঢাবি ভর্তি পরীক্ষা: ইংরেজির জন্য যা পড়বেন, যা বাদ দেবেন

মুলত তিন জায়গা থেকে বাংলার প্রশ্ন প্রশ্ন আসে- ১.সাহিত্য পাঠ (গদ্য ও পদ্য) ২. ব্যাকরণ ৩. বিরচন। সুতরাং, বাংলা বিষয়ে প্রস্তুতির জন্য প্রথম যে বিষয়ে গুরুত্ব দিতে হবে তা হলো- বিগত সালের প্রশ্নব্যাংকটা ভালোভাবে পড়ে নিতে হবে যার। মাধ্যমে প্রশ্নের ধরণটা আয়ত্ত্বে চলে আসবে।

এরপর নবম-দশম শ্রেণীর বাংলা ভাষার ব্যাকরণ— যেটি খুবই গুরুত্বপূর্ণ এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর বাংলা ১ম ও ২য় পত্রের সিলেবাসভুক্ত পাঠসমুহ ভালো করে পড়তে হবে। গুচ্ছ, রাবি, জাবি এবং চবির ক্ষেত্রেও একই পরামর্শ। বেশি পড়ার দরকার নেই, যা পড়েছো তা মাথায় ধারণ করতে পেরেছো কিনা— সেটাই বড় কথা। 

আরও পড়ুন: ঢাবির ‘ক’ ইউনিটে ভাল করতে হলে কৌশলী হতে হবে

এমসিকিউর পাশাপাশি লিখিত পরীক্ষায় যে ধরণের প্রশ্ন আসতে পারে-- গল্প/কবিতার মূলভাব, গল্প, অনুচ্ছেদ লিখন ইত্যাদি। এক্ষেত্রে লিখার আগে একটু ভেবে নিতে হবে এবং সাজিয়ে লিখলে ভাল নাম্বার পাওয়া যাবে। তবে, বানান সতর্কতা এবং হাতের লেখা যাতে সুন্দর হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। 

আর যারা চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের এ কথা অবশ্যই মনে রাখতে হবে যে, বিগত সালের প্রশ্ন থেকে ৫০-৭০%  প্রশ্ন ঘুরিয়ে-ফিরিয়ে আসতে  পারে। 

লেখক: শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠাতা, এডুকেশন কেয়ার


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence