জিমেইল © সংগৃহীত
অনেকেই ছোটবেলায় শখের বসে অদ্ভুত, অদ্ভুত নামে জিমেইল আইডি খুলেছিলেন। বড় হওয়ার পর সেই নাম নিয়ে অনেকেই বিপাকে পড়েন বা চাকরির ক্ষেত্রে অস্বস্তিবোধ করেন। এতদিন এই ঠিকানা বদলানোর কোনো উপায় ছিল না বলে বাধ্য হয়ে নতুন অ্যাকাউন্ট খুলতে হতো। কিন্তু এখন আর সেই দুশ্চিন্তা নেই। গুগল নিয়ে এসেছে নতুন এক ফিচার, যার মাধ্যমে আপনার পুরনো সব ইমেইল, ছবি এবং জরুরি ফাইল ঠিক রেখেই জিমেইল আইডিটি বদলে ফেলা যাবে।
গুগলের সাপোর্ট পেজ থেকে জানা গেছে, আইডি বদলে ফেললেও পুরনো অ্যাকাউন্টের কোনো তথ্য হারাবে না। সবচেয়ে মজার ব্যাপার হলো, আপনার নতুন এবং পুরনো—উভয় ঠিকানাতেই মেইল আসবে। ফলে কেউ যদি আপনার পুরনো ঠিকানায় মেইল পাঠায়, সেটিও আপনি পেয়ে যাবেন। গুগল ড্রাইভ, ইউটিউব বা গুগল ম্যাপসের মতো সুবিধাগুলোও আগের মতোই সচল থাকবে।
আইডি বদলানোর সহজ নিয়ম:
আপনার জিমেইল ঠিকানা পরিবর্তন করতে চাইলে প্রথমে গুগল অ্যাকাউন্টে (myaccount.google.com) যান। সেখানে ‘পার্সোনাল ইনফরমেশন’ (Personal Information) অপশনে ক্লিক করুন। এরপর নিচে ‘ইমেইল’ সেকশনে গিয়ে ‘গুগল অ্যাকাউন্ট ইমেইল’-এ ক্লিক করলে আইডি বদলানোর অপশন পাওয়া যাবে। যদি সেখানে ‘এডিট’ করার সুযোগ না থাকে, তবে বুঝতে হবে আপনার অ্যাকাউন্টে এই সুবিধাটি পৌঁছাতে আরও কয়েক দিন সময় লাগবে।
তবে কিছু নিয়ম মনে রাখা জরুরি:
চাইলেই আপনি যেকোনো নাম নিতে পারবেন না; আপনার পছন্দের নামটি যদি অন্য কেউ আগে থেকে ব্যবহার করে থাকে, তবে সেটি পাওয়া যাবে না। এছাড়া বছরে মাত্র একবারই আইডি বদলানোর সুযোগ মিলবে। একজন ব্যবহারকারী সারা জীবনে মোট তিনবার আইডি পরিবর্তন করতে পারবেন, অর্থাৎ মোট চারটি জিমেইল ঠিকানা ব্যবহারের সুযোগ থাকবে। একবার নতুন আইডি নিয়ে নিলে সেটি আর মুছে ফেলা যাবে না।