স্বয়ংক্রিয়ভাবে স্মার্টফোন বন্ধ করবেন যেভাবে

স্মার্টফোন
স্মার্টফোন  © সংগৃহীত

বর্তমান সময়ে স্মার্টফোন একটি আসক্তি হয়ে দাড়িয়েছে। সবার হাতেই সারাক্ষাণ ফোন থাকে ঘরে কিংবা বাহিরে। এমনকি ঘুমাতে যাওয়ার আগেও অনেকেই নিয়মিত ফোন ব্যবহার করেন। দীর্ঘসময় ফোন ব্যবহার করতে করতে ঘুমিয়ে পড়েন কেউ কেউ। ফলে ফোন চালু থাকায় দ্রুত চার্জ শেষ হয়ে যায়।

এ অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যম চালু থাকলে সেখানে থাকা যেকোনো ব্যক্তির পোস্টে নিজের অজান্তেই লাইক বা ডিজলাইক পড়ে যেতে পারে। যা বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করে। আর এ পরিস্থিতি এড়াতে চাইলেই আপনি স্বয়ংক্রিয়ভাবে ফোন বন্ধ করে এ সমস্যার সমাধান করতে পারবেন।

স্বয়ংক্রিয়ভাবে স্মার্টফোন বন্ধ করবেন যেভাবে-

১। নির্দিষ্ট সময়ে স্বয়ংক্রিয়ভাবে বন্ধের জন্য প্রথমে ফোনের Settings অপশনে প্রবেশ করতে হবে।

২। Settings অপশনে গিয়ে System Settings ট্যাবে ক্লিক করে Scheduled power on/off অপশন নির্বাচন করতে হবে।

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠে সংঘর্ষ, নিহত ১২৯।

৩।এরপর Auto power off অপশন চালু করে প্রয়োজন অনুযায়ী সময় নির্ধারণ করলেই নির্দিষ্ট সময়ে স্বয়ংক্রিয়ভাবে ফোন বন্ধ হয়ে যাবে।

তবে বন্ধ হওয়া ফোন সরাসরি বা স্বয়ংক্রিয়ভাবেও চালু করা যায়। স্বয়ংক্রিয়ভাবে চালুর জন্য যা করবেন-

১। প্রথমে Scheduled power on/off অপশন থেকে Auto power on নির্বাচন করে সময় নির্ধারণ করতে হবে।

২। এরপর Scheduled power on/off সুবিধা ব্যবহার করতে না চাইলে Auto power on এবং Auto power off অপশনগুলো বন্ধ রাখতে হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence