ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সাংবাদিক ফোরামের আহ্বায়ক সিহাব, সদস্য সচিব মিজানুর

আহ্বায়ক সিহাব, সদস্য সচিব মিজানুর
আহ্বায়ক সিহাব, সদস্য সচিব মিজানুর  © ফাইল ছবি

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে কর্মরত সাংবাদিক সংগঠন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে। ছয় মাস মেয়াদি এই আহ্বায়ক কমিটিতে মোট ১২ জন সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।

নতুন আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক আমার দেশ প্রতিনিধি সাজ্জাদুর রহমান সিহাব এবং সদস্য সচিবের দায়িত্বে বাংলা ৫২ নিউজ ডটকম মিজানুর রহমান। এরমধ্যে সাজ্জাদুর রহমান সিহাব ২০২২-২৩ সেশনের কম্পিউটার সায়েন্স টেকনোলজি বিভাগের এবং মিজানুর রহমান ২০২৪-২৫ সেশনের পাওয়ার টেকনোলজি বিভাগের শিক্ষার্থী। 

১২ সদস্যবিশিষ্ট কমিটির অন্যান্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক মাহিন আহম্মেদ উদয় ও দৈনিক আমার বার্তা প্রতিনিধি ইয়াসির আরাফাত। এছাড়াও সদস্যরা হলেন সুমি আক্তার,মোরসালিন মোহাম্মদ সানজিদ,নাফিজুল করিম,আবু আওসাফ রিয়াদ,মিরাজ তালুকদার,তালহা আব্দুল্লাহ তামিম,সাইফুল ইসলাম ও মো. মাহবুব হোসাইন।

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সাংবাদিক ফোরামের আহ্বায়ক সাজ্জাদুর রহমান সিহাব বলেন, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে সাংবাদিকতা চর্চাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এই ফোরামের জন্ম। আমরা চাই শিক্ষার্থীরা ক্যাম্পাসের ইতিবাচক দিকগুলো তুলে ধরুক, সমাজ সচেতনতা গড়ে তুলুক, এবং তথ্যভিত্তিক লেখালেখির মাধ্যমে নিজেদের যোগ্যতা বিকশিত করুক। আগামী দিনে সাংবাদিক ফোরাম হবে সেই সুযোগের প্ল্যাটফর্ম।

সদস্য সচিব মিজানুর রহমান জানান, আমাদের লক্ষ্য হচ্ছে ক্যাম্পাস সাংবাদিকতার একটি দৃঢ় ভিত্তি তৈরি করা। সাংবাদিকতার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা এবং ইতিবাচক নেতৃত্ব গড়ে তোলার দিকেও আমাদের সমান মনোযোগ থাকবে।

জানা গেছে, এই আহ্বায়ক কমিটি আগামী ছয় মাস সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। এই সময়ের মধ্যে সদস্য সংগ্রহ, সংবিধান অনুযায়ী একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করবে তারা।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!