জালিয়াতি করে মাদ্রাসায় শিক্ষক-কর্মচারী নিয়োগের অভিযোগ তদন্তে কমিটি

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর  © ফাইল ফটো

কক্সবাজারের পেকুয়া উপজেলাধীন পেকুয়া আদর্শ মহিলা দাখিল মাদ্রাসায় জালিয়াতি ও অনিয়ম-দূর্নীতির মাধ্যমে শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত হওয়ার অভিযোগের বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিদর্শন (চট্টগ্রাম বিভাগ) শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, কক্সবাজার জেলার পেকুয়া উপজেলাধীন পেকুয়া আদর্শ মহিলা দাখিল মাদ্রাসায় জাল-জালিয়াতি ও অনিয়ম-দুর্নীতির মাধ্যমে একাধিক শিক্ষক-কর্মচারীকে নিয়োগ দেখিয়ে চাকরি দেওয়া হয়েছে। তাদের এমপিওভুক্ত করা হয়েছে বলে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে অভিযোগ দাখিল করা হয়েছে। এ অবস্থায় উল্লিখিত অভিযোগসমূহ তদন্তের লক্ষ্যে দু’জন কর্মকর্তার সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হলো।

কমিটির আহবায়ক করা হয়েছে সহকারী পরিচালক ইবাদাৎ হোসাইনকে। আর সদস্য করা হয়েছে হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আবু জাফরকে। তারা মাদ্রাসার নিয়োগ প্রক্রিয়া, নিয়োগকালীন পদসমূহের প্রাপ্যতা, নিয়োগের যোগ্যতা, ব্যানবেইজ তালিকা, মামলার রায়/আদেশ (প্রয়োজ্য ক্ষেত্রে), সব মূল সনদপত্রসহ অন্যান্য কাগজপত্র, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদ্রাসাসমূহ) এর জনবল কাঠামো সম্পর্কিত নীতিমালা, জনবল কাঠামো সম্পর্কিত নির্দেশিকা, সংশোধিত এবং এমপিও নীতিমালা অনুযায়ী যাচাই- বাছাই করবেন।

আরও পড়ুন: গুচ্ছের চূড়ান্ত ভর্তি শেষেও আসন ফাঁকা, যে সিদ্ধান্ত জানালেন আহবায়ক

পরিদর্শনকালে সংশ্লিষ্ট মাদ্রাসার গভর্নিং বডির সদস্য, শিক্ষক-কর্মচারীবৃন্দ, প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তির সাথে মতবিনিময় করবেন। বর্ণিত কর্মকর্তা পরিদর্শনকালে সরকারি বিধি মোতাবেক টিএডিএ প্রাপ্য হবেন। যথাযথ কর্তৃপক্ষ অনুমোদনক্রমে এই আদেশ জারি করা হয়েছে বলে জানানো হয়েছে।


সর্বশেষ সংবাদ