শিক্ষার্থীদের আট দাবি নিয়ে যা জানাল মন্ত্রণালয়

১৮ এপ্রিল ২০২৫, ১০:১০ AM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:১৯ PM

© সংগৃহীত

দেশের সব কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) ছাত্র-ছাত্রীদের ৮ দফা দাবির পরিপ্রেক্ষিতে কৃষি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত বাস্তবায়নে মন্ত্রণালয় কাজ করছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) কৃষি মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেগুলো হলো
১. দাবির পরিপ্রেক্ষিতে সভায় কৃষি ডিপ্লোমাধারীদের উচ্চশিক্ষার নিমিত্ত একটি স্বতন্ত্র উচ্চশিক্ষা প্রতিষ্ঠান স্থাপনে শিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়। ১৭ এপ্রিল এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ে পত্র পাঠানো হয়েছে।

২. জনপ্রশাসন মন্ত্রণালয়ের চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫ অনুযায়ী সরকারি কর্মচারীরা বেতন স্কেলের গ্রেডভিত্তিক পরিচিত হওয়ার বিধান থাকায় উপসহকারী কৃষি কর্মকর্তাদের ১০ম গ্রেড বা ২য় শ্রেণির গেজেটেড বিষয়টি উল্লেখ করে দাবি অনুযায়ী প্রজ্ঞাপন জারির সুযোগ নেই। প্রতিবছর নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখতে সচিব পর্যায়ে পাবলিক সার্ভিস কমিশনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

৩. প্রতিষ্ঠানসমূহের শিক্ষক সংকট দূরীকরণে বিভিন্ন ইনস্টিটিউটে প্রশিক্ষক পদায়ন করা হয়েছে এবং স্বল্প সময়ের মধ্যে অবশিষ্ট শূন্যপদ দ্রুত পূরণ করা হবে।

৪. কৃষি ডিপ্লোমা শিক্ষার কারিকুলাম ও কারিগরি শিক্ষা বোর্ডের সঙ্গে কার্যক্রমে কোনো সমস্যা থাকলে তা লিখিত আকারে পাঠালে কারিগরি শিক্ষা বোর্ডের সঙ্গে আলোচনা করে সমাধানের ব্যবস্থা করা হবে।

৫. কৃষি গবেষণা প্রতিষ্ঠানে কৃষি ডিপ্লোমাধারীদের জন্য পদ সংরক্ষণে গবেষণা প্রতিষ্ঠানসমূহের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

৬. ডিপ্লোমা কৃষিবিদদের বেসরকারি চাকরি প্রতিষ্ঠানের ক্ষেত্রে ন্যূনতম ১০ম গ্রেডের সমপরিমাণ বেতন মন্ত্রণালয় প্রত্যাশা করে কিন্তু এ বিষয়ে কোনো সিলিং নির্ধারণ মন্ত্রণালয়ের এখতিয়ারবহির্ভূত।

৭. কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের মাঠ সংযুক্তিতে ভাতা প্রদানের বিষয়ে পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যয়নরত শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানে মাঠ সংযুক্তিতে কীভাবে ও কী হারে ভাতা পান, তা পর্যালোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।

৮. উপসহকারী কৃষি কর্মকর্তাদের জন্য ফাউন্ডেশন কোর্সের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ বিষয়ে দুই মাসব্যাপী ট্রেনিং মডিউল গঠনের কাজ চূড়ান্ত পর্যায়ে আছে।

প্রসঙ্গত, সব কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ৮ দফা দাবির পরিপ্রেক্ষিতে চলমান আন্দোলনের ফলে উদ্ভূত পরিস্থিতি নিয়ে ছাত্র প্রতিনিধিদের সঙ্গে আলোচনা ও তাদের দাবি নিরসনে গত ১৩ এপ্রিল কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় কৃষি মন্ত্রণালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের ছয়জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

ট্যাগ: আন্দোলন
সর্বোচ্চ দল নিয়ে বুধবার শুরু হচ্ছে ১৬তম জাতীয় আরচ্যারী চ্য…
  • ২০ জানুয়ারি ২০২৬
সুজুকি মোটরবাইক প্রেসিডেন্ট কাপ ফেন্সিংয়ে যুগ্ম চ্যাম্পিয়ন …
  • ২০ জানুয়ারি ২০২৬
ই-টিকেটিং ও কাউন্টার পদ্ধতির আওতায় আসছে রাজধানীর বাস
  • ২০ জানুয়ারি ২০২৬
শাকসু নির্বাচনের স্থগিতাদেশ গণতান্ত্রিক অধিকার হরণ ও স্বৈরা…
  • ২০ জানুয়ারি ২০২৬
প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ রুমিন ফারহানার
  • ২০ জানুয়ারি ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9