কারিগরির আরও ৪০০ শিক্ষক এমপিওভুক্ত হচ্ছেন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ০৬:০২ PM , আপডেট: ২৮ জানুয়ারি ২০২৫, ০৬:১১ PM

কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪০০ শিক্ষক এমপিওভুক্ত হতে যাচ্ছেন। চলতি সপ্তাহে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হতে পারে। এমপিওভুক্ত হতে যাওয়া শিক্ষক-কর্মচারীরা ৫ম গণবিজ্ঞপ্তিতে নিয়োগ পেয়েছিলেন।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) নিজ দপ্তরে দ্যা ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এ কথা জানান কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শোয়াইব আহমাদ খান এ তথ্য জানান।
কারিগরি শিক্ষকদের এমপিওভুক্তিতে দীর্ঘসূত্রতা কাটবে কবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, স্কুল-কলেজ এবং মাদ্রাসা শিক্ষকদের এমপিওভুক্তির বিষয়টি উপজেলা পর্যায় থেকে সম্পন্ন হলেও কারিগরিতে সেই জনবল নেই। আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত করতে।
স্কুল-কলেজ ও মাদ্রাসা শিক্ষকদের মতো ৫ম গণবিজ্ঞপ্তিতে কারিগরিতে সুপারিশ পাওয়া শিক্ষকরাও বকেয়া বেতন পাবেন জানিয়ে অধিদপ্তরের ডিজি আরও বলেন, ‘শিক্ষকদের বকেয়া বেতন দেওয়ার বিষয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে। ৫ম গণবিজ্ঞপ্তিতে যারা নিয়োগ পেয়েছেন তারা ২০২৪ সালের নভেম্বর মাস থেকে বেতন পাবেন। নভেম্বরে প্রথম এমপিওভুক্তির আবেদন হওয়ায় নভেম্বর থেকে বকেয়া দেওয়া হবে।’