হোয়াটসঅ্যাপে শিডিউল কল, এআই দিয়ে লেখাসহ থাকছে যেসকল সুবিধা
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ০৮:৪০ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৭:৪৮ PM
জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে বহু প্রতীক্ষিত নতুন ফিচার। যার মধ্যে উল্লেখযোগ্য হলো ‘শিডিউল কল’, এআই-চালিত ‘রাইটিং হেল্প’ এবং আরও কিছু কার্যকরী আপডেট।
সোমবার (১৮ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা জানায়, এখন থেকে ব্যবহারকারীরা অগ্রিম সময় নির্ধারণ করে গ্রুপ বা একান্ত কথোপকথনের জন্য কল শিডিউল করতে পারবেন। শিডিউল করা গ্রুপ কলে যুক্ত সকল সদস্য নির্ধারিত সময়ের আগে একটি নোটিফিকেশন পাবেন। কোম্পানিটি জানায়, ধাপে ধাপে বিশ্বের সব ব্যবহারকারীর জন্য এ ফিচার চালু করা হবে।
হোয়াটসঅ্যাপ জানায়, ‘পারিবারিক আড্ডা হোক কিংবা পেশাগত বৈঠক—ব্যবহারকারীদের আরও সংযুক্ত রাখতে এ আপডেটগুলো চালু করা হচ্ছে।’ উল্লেখযোগ্যভাবে, প্রতিটি শিডিউল কলই থাকবে এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড।
এছাড়াও হোয়াটসঅ্যাপে এখন কলের সময় ব্যবহারকারীরা হাত তুলে বা ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানাতে পারবেন। কল ব্যবস্থাপনা আরও সহজ করতে অ্যাপের ‘কলস’ ট্যাবে নতুন ইন্টারফেস আনা হয়েছে। ব্যবহারকারীরা এই ট্যাবে আগাম নির্ধারিত কলের সময়সূচি, অংশগ্রহণকারীদের তালিকা এবং কলের লিংক শেয়ার করার অপশনও দেখতে পাবেন।
নতুন আপডেট অনুসারে, কেউ যখন শেয়ার করা লিংকের মাধ্যমে নির্ধারিত কলে যুক্ত হবেন, তখনও অংশগ্রহণকারীরা একটি নোটিফিকেশন পাবেন।
এদিকে হোয়াটসঅ্যাপ সম্প্রতি বিটা ভার্সনে চালু করেছে ‘রাইটিং হেল্প’ নামের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক (AI-powered) ফিচার। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা যেকোনো মেসেজ পাঠানোর আগে লেখার ধরন পাল্টাতে, ব্যাকরণ সংশোধন করতে কিংবা লেখাকে আরও সংবেদনশীল বা প্রফেশনালভাবে উপস্থাপন করতে পারবেন।
'রাইটিং হেল্প' বর্তমানে অ্যান্ড্রয়েড ডিভাইসের হোয়াটসঅ্যাপ বিটা ভার্সনে পরীক্ষামূলকভাবে চালু রয়েছে। এটি মেটার নিজস্ব প্রাইভেট প্রসেসিং টেকনোলজির মাধ্যমে চালিত হচ্ছে।
হোয়াটসঅ্যাপের এসব নতুন ফিচার অ্যাপটিকে গুগল মিট, মাইক্রোসফট টিমস ও জুম-এর মতো ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্মগুলোর সঙ্গে আরও প্রতিযোগিতামূলক অবস্থানে নিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।