১২ বছর আইনি লড়াইয়ের পর স্বপদে ফিরলেন অধ্যক্ষ

১৮ অক্টোবর ২০২১, ০১:৪৬ PM
অধ্যক্ষ পদে বহাল হলেন তোফাজ্জল হোসেন আকন্দ

অধ্যক্ষ পদে বহাল হলেন তোফাজ্জল হোসেন আকন্দ © ফাইল ফটো

২০০৯ সালে জোর করে তাকে অধ্যক্ষকে কলেজ থেকে বের করে দিয়েছিল ক্ষমতাসীন দলের অনুসারীরা। অবৈধভাবে জোর করে কলেজ থেকে বের করে দেওয়াটা মন থেকে মেনে নিতে পারেননি তিনি। একাই চালিয়েছেন আইনি লড়াই। অবশেষে দীর্ঘ ১২ বছর পর আদালতের নির্দেশে গাজীপুরের শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজের অধ্যক্ষ পদে বহাল হলেন তোফাজ্জল হোসেন আকন্দ।

গত ৩০ সেপ্টেম্বর গাজীপুরের পঞ্চম সিনিয়র জজ আদালত তার স্বপদে বহাল হওয়ার আদেশ দিলে তিনি শনিবার (১৬ অক্টোবর) কলেজের পরিচালনা পরিষদের সভাপতি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যোগদানের আবেদন করেন।

রবিবার (১৭ অক্টোবর) অধ্যক্ষের আইনজীবী এ এ এম আমানুল্লাহ ফরিদ আদালতের আদেশের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি বলেন, অধ্যক্ষ তোফাজ্জল হোসেন আকন্দকে ২০০৯ সালে সন্ত্রাসী কায়দায় জোর করে কলেজ থেকে বের করে সাদা কাগজে স্বাক্ষর নেয় তৎকালীন পরিচালনা পরিষদ। পরে রাজনৈতিক নেতাকর্মী ও পরিচালনা পরিষদকে ব্যবহার করে নুরুন্নবী আকন্দ ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে বহাল হন। তোফাজ্জল হোসেন বিভিন্নভাবে চেষ্টা করে কলেজে প্রবেশ করতে না পেরে গাজীপুর আদালতে দেওয়ানি মোকাদ্দমা দায়ের করেন। পরে তা পঞ্চম সিনিয়র জজ আদালতে বদলি হয়। অবশেষে দীর্ঘদিন শুনানি শেষে অধ্যক্ষকে স্বপদে বহাল মর্মে রায় দেন আদালত। এখন থেকে তার দায়িত্ব পালনে আর কোনো বাধা রইলো না।

পুনর্বাহাল হওয়ার বিষয় জানতে চাইলে অধ্যক্ষ তোফাজ্জল হোসেন আকন্দ বলেন, ২০০৫ সালে তিনি অধ্যক্ষ পদে নিয়োগ পেয়ে দায়িত্বরত ছিলেন। ২০০৯ সালে কলেজের পরিচালনা পরিষদের এক সভা চলাকালে তাকে সন্ত্রাসী কায়দায় জোর করে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে বের করে দেওয়া হয়। পরে তারা রেজুলিউশন তৈরি করে নুরুন্নবী আকন্দকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয়। একজন শিক্ষক হিসেবে এটা তার কাছে ছিল চরম অবমাননাকর। বিষয়টি তিনি মেনে নিতে পারেননি, তাই চালিয়েছেন আইনি লড়াই।

তিনি আরও জানান, বিধি অনুযায়ী বয়স হয়ে যাওয়ায় আমার চাকরির মেয়াদ আর কয়েকমাস রয়েছে। আদালতের আদেশে সত্যের জয় হয়েছে। বাকি কয়েক মাস সুশৃঙ্খলভাবে দায়িত্বপালন করতে চাই।

এ ব্যাপারে কলেজের পরিচালনা পরিষদের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, অধ্যক্ষ তোফাজ্জল হোসেন আকন্দ মামলার আদেশের কপিসহ যোগদানের অনুমতি পেয়েছেন। আদালতের আদেশ অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।

টেকনাফে আড়াই কোটি টাকার ইয়াবাসহ মাদক পাচারকারী আটক
  • ২২ জানুয়ারি ২০২৬
সবচেয়ে বেশি ঋণখেলাপি বিএনপির প্রার্থী, দ্বিতীয় ও তৃতীয় স্ব…
  • ২২ জানুয়ারি ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় চার আসনে বিএনপির গলার কাঁটা ৬ বিদ্রোহী
  • ২২ জানুয়ারি ২০২৬
আগের মতোই থাকছে ঢাকা-তিতুমীর-ইডেনসহ ৭ কলেজ
  • ২২ জানুয়ারি ২০২৬
ময়মনসিংহে বিএনপি প্রার্থী প্রিন্সের ব্যতিক্রমী প্রচারণা ‘লে…
  • ২২ জানুয়ারি ২০২৬
দুদক অভিযানের ২৪ দিনের মাথায় গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের …
  • ২২ জানুয়ারি ২০২৬