শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের আন্দোলন করতে হবে: ঢাবি প্রো-ভিসি

০৬ ফেব্রুয়ারি ২০২১, ০২:৩১ PM

© সংগৃহীত

সাক্ষরতার হার বাড়াতে শিক্ষিতের সংখ্যা বাড়বে। কিন্তু সুশিক্ষিত মানবসম্পদ গড়ে উঠবে না। শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষকদের আন্দোলন করতে হবে। রাষ্ট্রকে বাধ্য করতে হবে যেন শিক্ষা সহায়ক সকল কিছু যেন তারা সরবরাহ করা হয়। সেসঙ্গে শিক্ষকদের প্রাতিষ্ঠানিক দক্ষতাও বাড়াতে হবে।  

শনিবার (৬ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) শততম প্রতিষ্ঠাবার্ষিকী’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল এ কথা বলেন।

অধ্যাপক মাকসুদ কামাল বলেন, পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় আমাদের দেশে শিক্ষার হার বেড়েছে। শিক্ষার মান উন্নয়ন না হলে এ হার কার্যকর হবে না। সুশিক্ষিত মানবসম্পদ গড়ে তুলতে শিক্ষার মান উন্নয়ন করতে হবে।

তিনি বলেন, শিক্ষকদের দাবি জাতীয়করণের। ইতোমধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ হাজার শিক্ষককে এমপিওভুক্ত করেছেন। সামনের দিনে আরও শিক্ষককে পর্যায়ক্রমে এমপিওভুক্ত করা হবে।

বিটিএ সভাপতি অধ্যক্ষ বজলুর রহমান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কথাসাহিত্যিক আনিসুল হক, বিটিএর উপদেষ্টা রঞ্জিত কুমার সাহা, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মো. আবুল কাশেম, সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদ প্রমুখ।

টেকনাফে আড়াই কোটি টাকার ইয়াবাসহ মাদক পাচারকারী আটক
  • ২২ জানুয়ারি ২০২৬
সবচেয়ে বেশি ঋণখেলাপি বিএনপির প্রার্থী, দ্বিতীয় ও তৃতীয় স্ব…
  • ২২ জানুয়ারি ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় চার আসনে বিএনপির গলার কাঁটা ৬ বিদ্রোহী
  • ২২ জানুয়ারি ২০২৬
আগের মতই থাকছে ঢাকা-তিতুমীর-ইডেনসহ ৭ কলেজ
  • ২২ জানুয়ারি ২০২৬
ময়মনসিংহে বিএনপি প্রার্থী প্রিন্সের ব্যতিক্রমী প্রচারণা ‘লে…
  • ২২ জানুয়ারি ২০২৬
দুদক অভিযানের ২৪ দিনের মাথায় গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের …
  • ২২ জানুয়ারি ২০২৬