আওয়ামী লীগের শিক্ষা উপ-কমিটিতে ১৫ শিক্ষক

০৭ ডিসেম্বর ২০২০, ০৭:০২ PM

© লোগো

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক উপ-কমিটি (২০১৯-২০২২ সাল) ঘোষণা করা হয়েছে। আজ সোমবার (৭ ডিসেম্বর) সংগঠনটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও শিক্ষা ও মানব সম্পদ উপ-কমিটির সদস্য সচিব শামসুল নাহার চাঁপা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কমিটির অনুমোদন প্রদান করেন।

২০১৯-২০২২ সালের আওয়ামী লীগের এই উপ-কমিটিতে পুনরায় চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক ভিসি অধ্যাপক ড. আব্দুল খালেক এবং পদাধিকারবলে সদস্য সচিব হয়েছেন দলের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা।

চেয়ারম্যান ছাড়াও ৪০ সদস্যের এ কমিটিতে ১৪ জন বিভিন্ন বিশ্ববিদ্যালয়-কলেজের শিক্ষক সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। এরমধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক ড. জাকিয়া পরভীন, অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া, অধ্যাপক ড. কে এম সালাহ উদ্দিন ও সহযোগী অধ্যাপক মো. জোবায়ের আলম।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধ্যাপক (অব.) মোহাম্মদ নুরুল্লাহ, অধ্যাপক ড. পি এম শফিকুল ইসলাম ও অধ্যাপক ড. মো. আবুল কাশেম। এছাড়াও রয়েছেন অধ্যাপক প্রিয়ব্রত পাল (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), ড. মোহাম্মদ শহিদুল ইসলাম (তেজগাঁও কলেজ), অধ্যক্ষ আমেনা বেগম, ড. আমিনুর রহমান সুলতান, সাবেক অধ্যক্ষ প্রফেসর হোসনে আরা ও স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু।

এই কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে সরকারদলীয় ৫ জন সংসদ সদস্যকে। তারা হলেন, সাবেক মন্ত্রী ডা. আফসারুল আমিন, মো. আব্দুল কুদ্দুস, এ কে এম শাহজাহান কামাল, আব্দুস সোবহান গোলাপ ও এম এ মতিন।

৪০ সদস্যের এই কমিটিতে বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষক ছাড়াও রয়েছে সাবেক ছাত্রনেতারা। যারা প্রায় সকলেই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

টেকনাফে আড়াই কোটি টাকার ইয়াবাসহ মাদক পাচারকারী আটক
  • ২২ জানুয়ারি ২০২৬
সবচেয়ে বেশি ঋণখেলাপি বিএনপির প্রার্থী, দ্বিতীয় ও তৃতীয় স্ব…
  • ২২ জানুয়ারি ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় চার আসনে বিএনপির গলার কাঁটা ৬ বিদ্রোহী
  • ২২ জানুয়ারি ২০২৬
আগের মতই থাকছে ঢাকা-তিতুমীর-ইডেনসহ ৭ কলেজ
  • ২২ জানুয়ারি ২০২৬
ময়মনসিংহে বিএনপি প্রার্থী প্রিন্সের ব্যতিক্রমী প্রচারণা ‘লে…
  • ২২ জানুয়ারি ২০২৬
দুদক অভিযানের ২৪ দিনের মাথায় গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের …
  • ২২ জানুয়ারি ২০২৬