বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরে বিশ্ববিদ্যালয় উপাচার্যদের উদ্বেগ

০৫ ডিসেম্বর ২০২০, ০৯:৫৯ PM

© সংগৃহীত

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে পাবলিক বিশ্ববিদ্যালয় উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ। আজ শনিবার (৫ ডিসেম্বর) এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয় পরিষদ এ উদ্বেগের কথা জানায়।

বিবৃতিতে বলা হয়েছে, বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ আজও স্বাধীন হতো না, পরাধীন থাকতো। দেশের মানুষ পাকিস্তানের গোলাম হয়ে থাকতো। মহান মুক্তিযুদ্ধের বিজয় অর্জনের এই মাসে একদল দুষ্কৃতকারী রাতের আঁধারে জাতির পিতার ভাস্কর্য ভাঙার মতো ধৃষ্টতা দেখিয়েছে। আমরা এ ঘটনায় তীব্র নিন্দা জানাই। যারা জাতির পিতাকে অবমাননা ও অমান্য করে তারা স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের বিরোধী।

বিবৃতিতে আরও বলা হয়, হঠাৎ করে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ইস্যু তৈরি করতে একটি বিশেষ মহলের ইন্ধন রয়েছে বলে আমরা বিশ্বাস করি। তাদের প্ররোচনায় এই ইস্যু সামনে নিয়ে আসা হয়েছে। তাদের এই দুষ্কর্ম বাংলাদেশের সংবিধান লঙ্ঘনের শামিল। অবিলম্বে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

টেকনাফে আড়াই কোটি টাকার ইয়াবাসহ মাদক পাচারকারী আটক
  • ২২ জানুয়ারি ২০২৬
সবচেয়ে বেশি ঋণখেলাপি বিএনপির প্রার্থী, দ্বিতীয় ও তৃতীয় স্ব…
  • ২২ জানুয়ারি ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় চার আসনে বিএনপির গলার কাঁটা ৬ বিদ্রোহী
  • ২২ জানুয়ারি ২০২৬
আগের মতই থাকছে ঢাকা-তিতুমীর-ইডেনসহ ৭ কলেজ
  • ২২ জানুয়ারি ২০২৬
ময়মনসিংহে বিএনপি প্রার্থী প্রিন্সের ব্যতিক্রমী প্রচারণা ‘লে…
  • ২২ জানুয়ারি ২০২৬
দুদক অভিযানের ২৪ দিনের মাথায় গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের …
  • ২২ জানুয়ারি ২০২৬