হাদির ঘটনাটি রাজনৈতিক পরিস্থিতির এক অশনিসংকেত: বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক

১২ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৭ PM
বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক

বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক © লোগো

ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির ওপর সংঘটিত নৃশংস সশস্ত্র হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক গভীর উদ্বেগ, ক্ষোভ ও শোক প্রকাশ করছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক বলছে, নির্বাচনের ঠিক পূর্বমুহূর্তে একজন সম্ভাব্য প্রার্থীর ওপর এমন দুঃসাহসিক হামলা দেশের নিরাপত্তা পরিস্থিতির নাজুকতা এবং সংকটাপন্ন রাজনৈতিক সংস্কৃতির আরেকটি উদ্বেগজনক দৃষ্টান্ত। একইসাথে এই হত্যাচেষ্টা আবারও প্রমাণ করেছে যে অভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেলেও দেশের নাগরিকদের যথাযথ নিরাপত্তা বিধানে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে সক্রিয় একজন রাজনৈতিক কর্মীকে হত্যার উদ্দেশ্যে প্রকাশ্য দিবালোকে গুলি করার ঘটনা দেশের রাজনৈতিক পরিস্থিতির জন্য নিঃসন্দেহে এক অশনিসংকেত। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নির্বাচনকেন্দ্রিক সহিংসতা, নাগরিকদের নিরাপত্তার ব্যাপারে উদাসীনতা ও রাজনৈতিক হত্যাকাণ্ডের সংস্কৃতি যাতে কোনোভাবেই ফিরে না আসে, তা নিশ্চিত করা অন্তর্বর্তীকালীন সরকারসহ সকল রাজনৈতিক দলের যুগপৎ দায়িত্ব। বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক বিশ্বাস করে যে বাংলাদেশের মঙ্গল ও গণতান্ত্রিক অগ্রযাত্রা কামনাকারী সকল রাজনৈতিক শক্তি ও সংগঠন এ ব্যাপারে ঐক্যবদ্ধ অবস্থান নেবে।

বিবৃতিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক আরও বলছে, গণতান্ত্রিক প্রক্রিয়া, নাগরিক অধিকার ও নিরাপদ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক অন্তর্বর্তীকালীন সরকারসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের কাছে হত্যাচেষ্টার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার, স্বচ্ছ তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছে। আমরা সরকারের কাছ থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতকরণে সুনির্দিষ্ট পরিকল্পনা ও নির্দেশনা জনসম্মুখে ঘোষণার আশা করছি।

বিয়ের এক বছরের মাথায় ভাঙনের মুখে তাহসানের দ্বিতীয় সংসারও
  • ১১ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9