জাতীয়করণের দাবিতে ঢাকায় মহাসমাবেশের ডাক এমপিওভুক্ত শিক্ষকদের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ০৬:৫৭ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০২:৩১ PM
জাতীয়করণের দাবিতে রাজধানীতে মহাসমাবেশের ডাক দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। আগামী ১৩ আগস্ট জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও সচিবালয় অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছেন তারা। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী ও আহবায়ক অধ্যক্ষ মো. মঈন উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
এমপিওভুক্ত শিক্ষকদের দাবি, বারবার আলোচনা, টেবিল কনফারেন্স, সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেও পূর্ববর্তী সরকার কোনও কার্যকর পদক্ষেপ নেয়নি। এমনকি জাতীয় প্রেসক্লাবের সামনে ৪৪ দিনব্যাপী অবস্থান কর্মসূচি চললেও দাবি উপেক্ষিত থাকে। আগামী ১০ আগস্টের মধ্যে প্রতিশ্রুত ভাতাগুলোর প্রজ্ঞাপন জারি না হলে ১৩ আগস্ট থেকে ধারাবাহিক কর্মসূচি পালন করবেন তারা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৮ সালে জাতীয় প্রেসক্লাবের সামনে ২০ দিনব্যাপী অবস্থান ও অনশন কর্মসূচির মাধ্যমে সরকারের পক্ষ থেকে শিক্ষকদের জন্য ৫% বার্ষিক প্রবৃদ্ধি ও ২০% বৈশাখী ভাতার প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়। সে সময় সরকার শিক্ষা জাতীয়করণের প্রতিশ্রুতিও দেয়, কিন্তু পরবর্তীকালে তা বাস্তবায়ন হয়নি। সরকার পতনের পর অন্তবর্তী সরকারের শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈষম্য নিরসনের বিষয়ে আলোচনা হয় এবং ২০২৪-২৫ অর্থবছরে উৎসব ভাতা ২৫% বৃদ্ধি ও পরবর্তী বাজেটে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ শ্রান্তি বিনোদন ভাতা কার্যকরের ঘোষণা দেন তিনি। তবে শিক্ষা উপদেষ্টার সুস্পস্ট ঘোষণা সত্ত্বেও ২০২৫-২৬ অর্থ বছর শুরু হলেও সরকারি নিয়মে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শতভাগ উৎসব ভাতা ও শ্রান্তি বিনোদন ভাতার প্রজ্ঞাপন এখনও জারি করা হয়নি।
এতে আরও বলা হয়, ১০ আগস্টের মধ্যে প্রতিশ্রুত ভাতাগুলোর প্রজ্ঞাপন জারি না হলে ১৩ আগস্ট থেকে ধারাবাহিক কর্মসূচি শুরু হবে। এই কর্মসূচিকে সফল করতে দেশের সকল এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী, প্রতিষ্ঠান প্রধান, জেলা ও উপজেলা শিক্ষক নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করা হয়েছে।