জাতীয়করণ-প্রত্যাশী জোটের নতুন কর্মসূচি ঘোষণা

২৯ জুন ২০২৫, ০৭:০৯ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ০৫:১০ PM
জাতীয়করণ আন্দোলন

জাতীয়করণ আন্দোলন © ফাইল ছবি

বাড়ি ভাড়া, শতভাগ উৎসব ভাতা, চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে জাতীয়করণ প্রত্যাশী জোট নতুন কর্মসূচি ঘোষণা করেছে। আগামী ১৩ আগস্ট জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশের ঘোষণা দিয়েছে সংগঠনটি। গত শুক্রবার জাতীয়করণ প্রত্যাশী জোটের এক বৈঠক থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজি। তিনি বলেন, ‘আমাদের দাবি আদায়ে সরকারকে ১০ আগস্ট পর্যন্ত সময় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ সময়সীমার মধ্যে দাবি আদায় না হলে ১৩ আগস্ট সমাবেশ করা হবে। সমাবেশ থেকে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।’

জানা গেছে, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, সরকারি নিয়মে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন এমপিওভুক্ত শিক্ষকরা। সবশেষ গত ১২ ফেব্রুয়ারি থেকে টানা ২২ দিন প্রেস ক্লাবে কর্মসূচি পালন করেন শিক্ষক-কর্মচারীরা। আন্দোলনের প্রেক্ষিতে উৎসব ভাতা এবং বেতন বৃদ্ধি হলেও অন্যান্য দাবি আদায় হয়নি। এ অবস্থায় নতুন করে কর্মসূচি ঘোষণা করল সংগঠনটি।

জাতীয়করণ প্রত্যাশী জোটের একটি সূত্র জানিয়েছে, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের দাবি আদায়ে জুলাই মাস জুড়ে কূটনৈতিক তৎপরতা চালাবেন জোটের নেতারা। সরকারের উচ্চপর্যায়কে দাবির যৌক্তিকতা বোঝাতে এ কর্মসূচি পালন করবেন তারা।

এরপরও দাবি আদায় না হলে ১৩ আগস্ট বুধবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষক-কর্মচারী সমাবেশ অনুষ্ঠিত হবে। এ সমাবেশ শেষে সচিবালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করা হতে পারে। শিক্ষক-কর্মচারীদের উপস্থিতিতে রাজধানীর রাজপথ আন্দোলনে মুখরিত হবে।

জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং শিক্ষক সমাজের ন্যায্য অধিকার আদায়ে আন্দোলন চালিয়ে যাবেন।

নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজি, রাজধানীতে ভবনে আগুন
  • ০১ জানুয়ারি ২০২৬
‘ম্যাচ জেতানো মানুষ হতে চাই, বাংলাদেশে অতিথিপরায়ণতাও দারুণ’
  • ০১ জানুয়ারি ২০২৬
নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্…
  • ০১ জানুয়ারি ২০২৬
পদত্যাগের আগেই এনসিপির গ্রুপ থেকে বের করে দেয়া হয় তাসনিম জা…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
‘এর চেয়ে বিকট আওয়াজ আর আগুন তোমাকে দিশেহারা করার অপেক্ষায়’
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বছর শেষে দুঃসংবাদ পেলেন এমবাপে
  • ৩১ ডিসেম্বর ২০২৫