শিক্ষকদের জাতীয়করণ আন্দোলনে শিবির নেতার সংহতি

সিবগাতুল্লাহ ও জাতীয়করণ প্রত্যাশী জোট
সিবগাতুল্লাহ ও জাতীয়করণ প্রত্যাশী জোট  © সংগৃহীত

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের আন্দোলনে সংহতি জানিয়েছেন কেন্দ্রীয় শিবিরের দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ। সোমবার (২৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে শিক্ষকদের আন্দোলনে সংহতি জানান তিনি। 

শিক্ষকদের আন্দোলনে সংহতি জানিয়ে সিবগাতুল্লাহ বলেন, ‘আপনাদের দাবি যেন বাস্তবায়ন হয়, সেই প্রত্যাশা করছি।’

এ বিষয়ে জানতে চাইলে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষক প্রাণের দাবির প্রতি সমর্থন জানাতে সিবগাতুল্লাহ এসেছিলেন।’

আগামীকাল আরও কঠোর কর্মসূচি পালন করা হবে জানিয়ে এ শিক্ষক নেতা বলেন, ‘আগামীকাল মঙ্গলবার সবচেয়ে বড় শিক্ষক জমায়েত হবে। এদিন শিক্ষকদের পরিবারের সদস্যরাও সমাবেশে অংশগ্রহণ করবেন। দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষকরা প্রেস ক্লাব থেকে মার্চ টু সেক্রেটারিয়েট কর্মসূচি পালন শুরু করবেন।’

প্রসঙ্গত, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া এক হাজার টাকা, চিকিৎসা ভাতা ৫০০ টাকা। এছাড়া উৎসব ভাতা ৩ হাজার ১২৫ টাকা। যা বৈষম্যমূলক বলে দাবি শিক্ষকদের। এই বৈষম্য দূর করতে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আন্দোলন করছেন শিক্ষকরা।

গত ১২ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে কর্মসূচি শুরু হলেও পরবর্তী সচিবালয় অভিমুখে পদযাত্রা, প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা কর্মসূচিও পালন করেন তারা। এছাড়া তিনদিন প্রতীকী অনশন কর্মসূচিও পালন করেছেন আন্দোলনরত শিক্ষকরা। 


সর্বশেষ সংবাদ