বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে শিক্ষকদের অবস্থা কর্মসূচি

১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩৭ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৩৮ PM
জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে শিক্ষকরা

জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে শিক্ষকরা © টিডিসি

বৈষম্যের শিকার বেসরকারি প্রাথমিক বিদ্যালগুলো জাতীয়করণ এবং প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো চিঠি দ্রুত বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন শুরু করেছেন দেশের বিভিন্ন জেলার শিক্ষকরা। আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন শুরু করেন শিক্ষকরা। এ সময় পাঁচ শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে চলা এ কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষকরা জানান, ২০১৩ সালে সারা বাংলাদেশের ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়। সমান যোগ্যতা থাকার পরও শুধু রাজনৈতিক প্রতিহিংসা ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে সারা দেশের চলমান যোগ্য ৪ হাজারের অধিক বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ থেকে বাদ পড়ে। এরই সঙ্গে আট লক্ষাধিক শিক্ষার্থী তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে।

আরও পড়ুন: এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে ‘লংমার্চ টু সচিবালয়’ কর্মসূচি ঘোষণা

তারা আরও বলেন, ‘জাতীয়করণের দাবিতে আমরা জাতীয় প্রেসক্লাবের সামনে ২০১৮ সালে ১৮ দিন, ২০১৯ সালে ৫৬ দিনসহ ২০২৪ সালে ১০ ও ১১ সেপ্টেম্বর এবং সর্বশেষ ২০২৫ সালের ২৫ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত আন্দোলন করেছি। ২৫ থেকে ২৭ জানুয়ারি আন্দোলনের ফলে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটি চিঠি মন্ত্রণালয়ের ইস্যু করা হয়। এই চিঠি দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছি।’

অবস্থান কর্মসূচি পালনকালে বক্তব্য দেন মামুন অর রশিদ খোকন, মো. ফিরোজ উদ্দিন, মো. মিজানুর রহমান, নুর ইসলাম, মোহাম্মদ আলী লিটন, মো. নাসির উদ্দিন, তামান্না ইয়াছমিনসহ প্রমুখ।

বাউফলে ভোট চাওয়া নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত-২
  • ৩১ জানুয়ারি ২০২৬
রুয়েটে প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতা টেক ফেস্ট অনুষ্ঠিত
  • ৩১ জানুয়ারি ২০২৬
আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ
  • ৩১ জানুয়ারি ২০২৬
সরকারের ঋণ নিয়ে ঢাবি অধ্যাপকের ছড়ানো তথ্য সঠিক নয়
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্ধারিত সময়ের আগে সরকারি বাসা ছেড়েও মিডিয়া ট্রায়ালের শিক…
  • ৩১ জানুয়ারি ২০২৬
শেরপুরে সেই জামায়াত নেতা হত্যার ঘটনায় মামলা
  • ৩১ জানুয়ারি ২০২৬