বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিতুমীর কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক হলেন কামাল উদ্দিন
- তিতুমীর কলেজ প্রতিনিধি
- প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ১১:১৩ AM , আপডেট: ১৩ নভেম্বর ২০২৪, ১১:১৬ AM
রাজধানীর সরকারি তিতুমীর কলেজের ২৬ তম শিক্ষক পরিষদ নির্বাচন- ২০২৪ এ নির্বাচনী তফসিল অনুযায়ী চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এস. এম. কামাল উদ্দিন হায়দার।
মঙ্গলবার (১২ নভেম্বর) প্রতিষ্ঠানটির অধ্যক্ষের কার্যালয় হতে এক অফিস আদেশে নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক এ এস এম আসাদুজ্জামান।
সম্পাদক নির্বাচিত হওয়া রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এস.এম. কামাল উদ্দিন হায়দার বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের পর শিক্ষার্থীদের বিভিন্ন চাওয়া পাওয়া রয়েছে। তাদের চাওয়া পাওয়া গুলো খুঁজে বের করে সমাধান করবো। এছাড়া আমাদের শিক্ষকদের বিভিন্ন সমস্যা রয়েছে।
তিনি আরও বলেন, শিক্ষকরা যাতে সুষ্ঠভাবে তাদের কাজ করতে পারে সেই লক্ষ্যে কাজ করবো আমি। শিক্ষক পরিষদের নির্বাচনের পর যখন দায়িত্ব পাবো, আমার জন্য এটি চ্যালেঞ্জিং বিষয় হবে।