আন্দোলন নিয়ে জরুরি সভা ডেকেছে ঢাবি শিক্ষক সমিতি

  © সংগৃহীত

পেনশন স্কিম নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের চলমান আন্দোলন ও সর্বাত্মক কর্মবিরতি নিয়ে জরুরি সভা ডেকেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতি। আজ শনিবার (১৩ জুলাই) শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. জিনাত হুদা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির এক জরুরি সাধারণ সভা আগামী রবিবার বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয় ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এ জরুরী সাধারণ সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি।

এছাড়াও বিজ্ঞপ্তিতে সভার আলোচ্যসূচি হিসেবে উল্লেখ করা হয়, পেনশন স্কিম নিয়ে চলমান আন্দোলন ও ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের কথা। 

এর আগে আজ দুপুরে আন্দোলনরত শিক্ষকদের একটি প্রতিনিধি দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে বৈঠকে বসেন। বৈঠকে তাদের তিন দফা দাবি নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে বলে জানান বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া। তিনি আরও জানান, ‘আলোচনা ভালো হয়েছে’।


সর্বশেষ সংবাদ