বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের নতুন সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান

১৭ নভেম্বর ২০২৩, ০৮:৫৫ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:২৪ PM
অধ্যাপক আখতারুজ্জামানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে

অধ্যাপক আখতারুজ্জামানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের ৫ম জাতীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান সভাপতি এবং অধ্যাপক সিরাজুল হক আলো পুনরায় সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। 

আজ শুক্রবার (১৭ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটার ভবনের আর সি মজুমদার অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. হারুনুর রশিদ খান।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের (গাজীপুর) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সাবেক নির্বাহী সভাপতি অধ্যাপক ড. মো. লোকমান হেসেন। 

সম্মেলনে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ড. কুদরতে খোদা শিক্ষা কমিশনের নীতিমালা বাস্তবায়নে শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বিত শিক্ষা আন্দোলন গড়ার জন্য কাজ করতে সংগঠনের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। 

এছাড়া, তিনি ড. এম. এ. ওয়াজেদ মিয়ার রেখে যাওয়া স্বপ্ন, ধারণা ও বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত, তার হাতে গড়া এই সংগঠনটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সকলকে শুভেচ্ছা জানিয়ে  ড. এম. এ. ওয়াজেদ মিয়ার হাতে গড়া ও স্মৃতিবিজড়িত এই সংগঠনের গবেষণাকর্ম বৃদ্ধি করে জাতি গঠনে জোর ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন। 

এছাড়া, আগামী দিনগুলোতে নবগঠিত কমিটির গতিশীল নেতৃত্বে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে এবং প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম. এ. ওয়াজেদ মিয়া এর লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে সংগঠনটির কার্যক্রম পরিচালিত হবে বলে তিনি আশাবাদ ও প্রতিশ্রুতি ব্যক্ত করেন। 

সাধারণ সম্পাদক অধ্যাপক সিরাজুল হক আলোও সংগঠনটি শিক্ষা ও গবেষণাধর্মী কার্যক্রম বৃদ্ধি এবং বঙ্গবন্ধুর আদর্শে উদ্ভাসিত হয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

প্রসঙ্গত, বঙ্গবন্ধুর জীবনদর্শনকে সকলের সামনে তুলে ধরার এবং বঙ্গবন্ধুর সারাজীবনের সংগ্রামের ফসল এই বাংলাদেশের মুক্তিযুদ্ধজাত স্বপ্ন ও প্রত্যাশা পূরণের লক্ষ্যকে সামনে রেখে প্রখ্যাত পরমাণুবিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া একটি সংগঠনের প্রয়োজনীয়তা অনুভব করেন। তাঁরই নেতৃত্বে প্রয়াত অধ্যক্ষ আয়ুব আলী, আলাউদ্দিন সাগর, মেজর (অব.) মুজিবর রহমান, অবসরপ্রাপ্ত সচিব মাহবুব আলম ও অধ্যাপক সিরাজুল হক আলোর মতো পেশাজীবী মানুষের সহায়তায় ২০০১ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে গড়ে ওঠে “বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ” নামে সংগঠনটি।

পরবর্তীতে ২০০২ সালে প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে ড. এম এ ওয়াজেদ মিয়া সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি নির্বাচিত হয়েছিল। সর্বশেষ সংগঠনটির সভাপতি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ও সাধারণ সম্পাদক ছিলেন অধ্যাপক সিরাজুল হক আলো।

আইপিএম বাংলাদেশ-এর নতুন কার্যকরী পরিষদ গঠন
  • ১১ জানুয়ারি ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের ফলাফল প্রকাশ, দেখুন এখানে
  • ১১ জানুয়ারি ২০২৬
দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে স্ত্রীর অনুমতির বাধ্যবাধকতা নেই: হাই…
  • ১১ জানুয়ারি ২০২৬
এক বছরে ইসলামী ব্যাংকের আমানত বেড়েছে ২২ হাজার কোটি টাকা
  • ১১ জানুয়ারি ২০২৬
টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু জীবিত আছে, নেওয়া হচ্ছে চট্টগ…
  • ১১ জানুয়ারি ২০২৬
ব্র্যাক নিয়োগ দেবে ফিল্ড ফ্যাসিলিটেটর, আবেদন শেষ ২১ জানুয়ারি
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9