ফের দুইদিনের কর্মবিরতি ঘোষণা শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের

এর আগে ৬ দফা দাবির কথা জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা
এর আগে ৬ দফা দাবির কথা জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা  © ফাইল ছবি

টানা তিনদিনের কর্মবিরতি শেষে ফের আরও দুইদিনের কর্মবিরতি ঘোষণা করেছেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা। আগামী ১৭ ও ১৯ অক্টোবর এ দুইদিনও কর্মবিরতি পালিত হবে। তিনদিনের টানা কর্মসূচি শেষে বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরী দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গত ১০ অক্টোবর থেকে ক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে বিসিএস সাধারণ শিক্ষকরা টানা তিন দিনের সর্বাত্মক কর্মবিরতি পালন করেন। এ কর্মসূচি আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) শেষ হয়েছে।

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের ডাকা কর্মবিরতিতে দেশের সব সরকারি কলেজ, সরকারি আলিয়া মাদ্রাসা, সরকারি টিটি কলেজ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি), মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর, সবগুলো শিক্ষা বোর্ড, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি), নায়েম, ব্যানবেইসসহ শিক্ষাসংশ্লিষ্ট সব দপ্তর ও অধিদপ্তর অংশ নিচ্ছেন।

আরও পড়ুন: বিসিএস শিক্ষা ক্যাডার সবচেয়ে অবহেলিত

তাদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে- প্রাপ্যতা সাপেক্ষে সকল যোগ্য কর্মকর্তার পদোন্নতি, পদসৃষ্টি, স্কেল আপগ্রেডেশন, আন্তঃক্যাডার বৈষম্য নিরসন, ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, শিক্ষা ক্যাডার বহির্ভূতদের প্রত্যাহারের দাবিতে ‘বিসিএস সাধারণ শিক্ষা সমিতি’র ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

এর আগেও এসব দাবিতে ২ অক্টোবর কর্মবিরতি পালন করেছিলেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা। গত ৩০ সেপ্টেম্বর রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে দাবি তুলে ধরার পাশাপাশি কর্মসূচি ঘোষণা করেছিল বিসিএস সাধারণ শিক্ষা সমিতি।

বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) শাহেদুল খবীর চৌধুরী বলেন, এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো যথাযথ কর্তৃপক্ষ তাদের সঙ্গে কথা বলেনি। সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষও দাবি বাস্তবায়নের বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। সেজন্য দাবি বাস্তবায়নে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।


সর্বশেষ সংবাদ