আওয়ামী লীগের শিক্ষা উপ-কমিটিতে কলেজ-বিশ্ববিদ্যালয়ের ২২ শিক্ষক

১০ জুলাই ২০২৩, ০৫:৪১ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:১৯ AM

© লোগো

বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ উপ-কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল রবিবার দলের সভাপতি শেখ হাসিনার নির্দেশক্রমে এই উপ-কমিটির অনুমোদন দেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান হিসাবে আগেই নিয়োগ করা হয় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও অধ্যাপক ড. আবদুল খালেককে। আর সদস্য সচিব আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শামসুন নাহার (চাঁপা)। এছাড়া কো-চেয়ারম্যান করা হয়েছে দলটির উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে। এ তিনজনসহ এ কমিটির সদস্য ৬৭ জন। 

এদের মধ্যে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রয়েছেন ২২ জন। এদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. নুরুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক জাকিয়া পারভীন, অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, রাবির অধ্যাপক পিএম সফিকুল ইসলাম, ঢাবির অধ্যাপক এজেএম শফিউল ইসলাম ভূঁইয়া, রাবির অধ্যাপক আবুল কাশেম ও অধ্যাপক ফায়েকুজ্জামান, ঢাবির অধ্যাপক কেএম সালাহউদ্দিন, অধ্যাপক মোহাম্মদ আজমল হোসেন ভূঁইয়া, ঢাবির ড. দুলাল চন্দ্র গাইন, মো. জোবাইর আলম, তাওহিদা জাহান, জবি অধ্যাপক কাজী মিজানুর রহমান ও ঢাবির ড. আব্দুল কাদের মহিউদ্দিন মাহি।

এছাড়াও রয়েছেন অধ্যাপক ডা. কামরুল হাসান খান, ড. মোহাম্মদ শহিদুল ইসলাম (তেজগাঁও কলেজ), অধ্যক্ষ আমেনা বেগম, অধ্যক্ষ শরীফ আহমাদ সাদী, ড. আমিনুর রহমান সুলতান, সাবেক অধ্যক্ষ নূরজাহান শারমিন, অধ্যক্ষ সমরেন্দ্র নাথ রায় সমর ও স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু।

৬৭ সদস্যের এই উপ-কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ও কলেজের শিক্ষক ছাড়াও রয়েছে সাবেক ছাত্রনেতারা। যারা প্রায় সকলেই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সাবেক দপ্তর সম্পাদক শেখ রাসেলও আছেন এ কমিটিতে।

গানম্যান চাইলেন হান্নান মাসউদসহ দুই প্রার্থী
  • ২২ জানুয়ারি ২০২৬
জিয়া পরিষদের সদস্য সহকারী অধ্যাপককে হত্যা
  • ২২ জানুয়ারি ২০২৬
শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীকে হাতুড়িপেটার অভিযোগ, গ্রেপ্তা…
  • ২২ জানুয়ারি ২০২৬
ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার, পিএসসির ১৩ সদস্যের …
  • ২২ জানুয়ারি ২০২৬
ক্যারিয়ারে আরও একটি রেকর্ড যুক্ত হলো রোনালদোর, গোল সংখ্যা …
  • ২২ জানুয়ারি ২০২৬
'দেশের ইতিহাসে প্রথমবারের মতো ৭০০ মেগাহার্জ তরঙ্গ টেলিযোগায…
  • ২২ জানুয়ারি ২০২৬