দৈনিক প্রথম আলো

সম্পাদককে মামলা ও সাংবাদিক গ্রেফতারের ঘটনায় উদ্বেগ ঢাবি সাদা দলের

  © ফাইল ছবি

প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলা এবং পত্রিকাটির সাংবাদিক শামসুজ্জামানকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর ঘটনায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’।

শনিবার (১ এপ্রিল) সন্ধ্যায় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. লুৎফর রহমানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এমন উদ্বেগের কথা জানানো হয়। এতে বলা হয়, প্রথম আলোর অনলাইনের একটি প্রতিবেদন প্রকাশকে কেন্দ্র করে পত্রিকাটির সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা, পত্রিকার নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে কোনো আনুষ্ঠানিক অভিযোগ কিংবা পরোয়ানা ছাড়াই গভীর রাতে বাসা থেকে তুলে নেওয়া ও পরে একই আইনে মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের ঘটনায় আমরা গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তাঁরা বলেন, বাংলাদেশে বর্তমান ক্ষমতাসীন সরকার ভোটাধিকারসহ মানুষের সকল গণতান্ত্রিক অধিকার হরণ করে দেশে এক রকমের ফ্যাসিবাদী স্বৈরশাসন প্রতিষ্ঠা করেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারের ভিন্নমত দমনের অপচেষ্টা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। হামলা-মামলাসহ নানা রকম নিপীড়ন নির্যাতনের মাধ্যমে রুদ্ধ করা হচ্ছে জনগণের প্রতিবাদের ভাষা। সরকারের দুর্নীতি এবং বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতা তুলে ধরে প্রতিবাদ জানানোর সুযোগ দেওয়া হচ্ছে না।

তাঁরা আরো বলেন, এমনকি নিত্য প্রয়োজনীয় পণ্যের অসহনীয় মূল্যবৃদ্ধির ফলে সৃষ্ট জনদুর্ভোগ বা ক্ষুধার কথা জনগণ প্রকাশ্যে বলতে পারছে না। এক্ষেত্রে সংবাদ পত্র দেশের জনগণের পক্ষে স্বাধীনভাবে কথা বলবে এটাই প্রত্যাশিত। কিন্তু বর্তমান সরকার সংবাদ পত্রের স্বাধীনতায় বিশ্বাস করে না। তাই গণমাধ্যমের স্বাধীনতা হরণের লক্ষ্যেই ডিজিটাল নিরাপত্তা আইনসহ নানা রকমের নিবর্তনমূলক আইন প্রণয়ন করা হয়েছে এবং হচ্ছে। আর এখন আইনের ফাঁকে সংবাদপত্র ও সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতা মারাত্মকভাবে সংকুচিত করে ফেলা হয়েছে। প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে মামলা এবং সাংবাদিক শামসকে কারগারে প্রেরণের ঘটনা এর সর্বশেষ নজির। 

সরকারের হীন পদক্ষেপ দেশে মুক্তচিন্তা, বাকস্বাধীনতা এবং স্বাধীন সংবাদ প্রকাশের ক্ষেত্রে সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করার অপপ্রয়াস হিসেবে উল্লেখ করে তারা বলেন, মুক্তচিন্তা ও স্বাধীন মত প্রকাশের ঐতিহ্যবাহী লালনক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সর্বোপরি বিবেকবান মানুষ হিসেবে এটি আমাদের কাছে কোনোভাবেই কাম্য নয়। আমরা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা এবং এর প্রত্যাশিত ভূমিকা পালনের স্বার্থে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার ও সাংবাদিক শামসুজ্জামানের দ্রুত মুক্তির জন্য সরকারের প্রতি আহবান জানাচ্ছি।

একইসাথে মানুষের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে ডিজিটাল নিরাপত্তা আইনের আইন বাতিলেরও জ দাবি জানান তাঁরা। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence