পবিপ্রবি'তে আলাপের কমিটি ঘোষণা

০৮ জানুয়ারি ২০২৩, ০৯:০৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৬ PM
আলাপের সভাপতি ও সাধারণ সম্পাদক

আলাপের সভাপতি ও সাধারণ সম্পাদক © টিডিসি ছবি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ও সহকারী অধ্যাপকদের সংগঠন এসোসিয়েশন অব লেকচারার এন্ড এ্যাসিটেন্ট প্রফেসর (আলাপ) এর নতুন কমিটি গঠিত হয়েছে। জনাব মোঃ তরিকুল ইসলাম-কে সভাপতি এবং জনাব আবদুল্লাহ আল হাসান-কে সাধারণ সম্পাদক মনোনীত করে নতুন এ কমিটি ঘোষণা করা হয়।

জনাব মোঃ তরিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এবং জনাব আবদুল্লাহ আল হাসান মেরিন ফিশারিজ এন্ড ওশোনোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

রবিবার (৮ জানুয়ারি) সিলেকশন কমিটির সভাপতি সহকারী অধ্যাপক মোঃ ফয়সাল, সদস্য সহকারী অধ্যাপক হাফিজুর রহমান এবং সহকারী অধ্যাপক অর্পিতা হালদার সাক্ষ্মরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ১৫ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেওয়া হয়। 

আরও পড়ুন: স্কুল ছুটি দিয়ে প্রতিমন্ত্রীর ছেলের বউভাতে তিন উপজেলার শিক্ষকেরা

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- অপরাজিতা বাঁধন, সহকারী অধ্যাপক, কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগ (সহ-সভাপতি)। জনাব মোঃ রেজাউল ইসলাম, সহকারী অধ্যাপক, ল্যান্ড পলিসি এন্ড 'ল বিভাগ কোষাধ্যক্ষ।  জনাব ডাঃ এস. এম. হানিফ, সহকারী অধ্যাপক, মেডিসিন, সার্জারী এন্ড অবসটেটিক্স বিভাগ (যুগ্ম সম্পাদক)।  জনাব মোঃ মাইনুল ইসলাম রাশেদ, সহকারী অধ্যাপক, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগ (দপ্তর সম্পাদক)।  জনাব ডাঃ মোঃ ইয়াছিন আরাফাত, সহকারী অধ্যাপক, মাইক্রোবায়োলজি এন্ড পাবলিক হেলথ বিভাগ (সাংগঠনিক সম্পাদক)। জনাব সউদ বিন আলম, সহকারী অধ্যাপক, ল্যান্ড রেকর্ড এন্ড ট্রান্সফরমেশন বিভাগ (প্রচার সম্পাদক)।  জনাব মুহাইমিনুল আলম ফাইয়াজ, সহকারী অধ্যাপক, জিওডেসি বিভাগ (শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক)। জনাব সুলতানা জাহান, সহকারী অধ্যাপক, ল্যাংগুয়েজ এন্ড কমিউনিকেশন বিভাগ (সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক)।

কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন-জনাব মোহা. আশিকুর রহমান, সহকারী অধ্যাপক, জিওমেটিক্স বিভাগ। মি. শেখর মন্ডল, সহকারী অধ্যাপক, কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগ। জনাব মোঃ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক, পোষ্ট হারভেস্ট টেকনোলজি এন্ড মার্কেটিং বিভাগ। ডাঃ অহেদুল করিম আনসারী, সহকারী অধ্যাপক, মাইক্রোবায়োলজি এন্ড পাবলিক হেলথ বিভাগ।জনাব আয়শা ছিদ্দিকা, সহকারী অধ্যাপক, ডিজাস্টার রেজিলিয়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ।

উল্লেখ্য আলাপের গঠনতন্ত্র মোতাবেক আগামী ১ বছরের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়। আলাপের নবগঠিত এ কার্যনির্বাহী  কমিটিকে শুভেচ্ছা ও অভিবাদন জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠন, শিক্ষক ও কর্মকর্তাসহ অন্যান্যরা।

বিএনপি নেতাকে হত্যার ঘটনায় আওয়ামী লীগ কর্মীর বাড়িতে অগ্নিস…
  • ২২ জানুয়ারি ২০২৬
বাংলাদেশের নির্বাচনের নতুন যুদ্ধক্ষেত্র: টিকটক, ফেসবুক ও ইউ…
  • ২২ জানুয়ারি ২০২৬
জাবিপ্রবিতে হলের নাম পরিবর্তনে শিক্ষার্থীদের ভোট গ্রহণ চলছে
  • ২২ জানুয়ারি ২০২৬
মৌখিক পরীক্ষা কবে, যা বলছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
  • ২২ জানুয়ারি ২০২৬
আ.লীগের দুর্গে নতুন রাজনৈতিক সমীকরণ: মরিয়া বিএনপি, আশাবাদী …
  • ২২ জানুয়ারি ২০২৬
রুয়েট ভর্তি পরীক্ষা শেষ, ফলাফল কবে?
  • ২২ জানুয়ারি ২০২৬