প্রকৌশলী ফারজানা আকতারের ডক্টরেট ডিগ্রি অর্জন

গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী  প্রকৌশলী ফারজানা আকতার
গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী  প্রকৌশলী ফারজানা আকতার  © টিডিসি ফটো

দক্ষিণ অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয় (University of South Australia) থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী  প্রকৌশলী ফারজানা আকতার। সম্প্রতি তিনি এই ডিগ্রি অর্জন করেছেন বলে জানা গেছে। সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন এই অধিদপ্তরের প্রথম নারী ডক্টরেট ডিগ্রি অর্জনকারী তিনি। 

জানা যাায়, পিএইচডিতে ফারজানা আকতারের গবেষণার বিষয় ছিল  ‘Water Sensitive Urban Design (WSUD)’। এটি ড্রেনেজ ব্যবস্থা আধুনিকায়নের এক নতুন ধারণা যা বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে গ্রাউন্ড ওয়াটার রিচার্জ করে জলাবদ্ধতা দূর করবে।

এর আগে ফারজানা বেলজিয়ামের লুভেনের ক্যাথলিক বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে বিএসসি ডিগ্রি অর্জন করেছেন।

তার স্বামী প্রকৌশলী মোহাম্মদ আবুল হোসেন তুহিন তিস্তার পানি বন্টন সমস্যা নিয়ে বর্তমানে দক্ষিণ অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষণা করছেন। তার বাবা মো. আকরাম হোসেন একজন অবসরপ্রাপ্ত  ব্যাংক কর্মকর্তা ও মাতা ফেরদৌসী খাতুন একজন গৃহিণী।

ফারজানার বড় বোন ব্যাংকের একজন সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ছোট ভাই সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তিনি দুই কন্যা সন্তানের জননী। প্রকৌশলী ফারজানা বগুড়ার কৃতি সন্তান।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence