প্রথম বাংলাদেশি রেসার হিসেবে আন্তর্জাতিক মঞ্চে চ্যাম্পিয়ন অভিক

অভিক আনোয়ার
অভিক আনোয়ার  © সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এনজিকে প্রো কার চ্যাম্পিয়নশিপে জয়লাভ করে প্রথম বাংলাদেশী হিসেবে আন্তর্জাতিক মোটরস্পোর্টস চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়লেন অভিক আনোয়ার।

মাল্টিক্লাস রেসিং প্রতিযোগিতার ৮৬ ক্যাটাগরিতে সারা বিশ্বের রেসারদের পরাজিত করে তিনি মর্যাদাপূর্ণ চ্যাম্পিয়নশিপ জিতেছেন। দেশের ইতিহাসে প্রথম রেসিং দল বাংলাদেশ মোটরস্পোর্টসের সাথে চ্যাম্পিয়নশিপ জিতেছে অভিক।

চ্যাম্পিয়নশিপ ২০২১ সালের নভেম্বরে শুরু হয়েছিল এবং ২০২২ সালের মার্চ মাসে শেষ হয়েছে। চ্যাম্পিয়নশিপের ৬ রাউন্ডে ১২টি রেস কভার করে এবং দুবাই অটোড্রোম এবং ইয়াস মেরিনা এফ১ ট্র্যাক রেস ট্র্যাকগুলিতে অনুষ্ঠিত হয়।

দুর্দান্ত অর্জনের পর অভিক সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আন্তর্জাতিক মঞ্চে প্রথম বাংলাদেশি রেসিং চ্যাম্পিয়ন হলাম আজকে। এনজিকে ইউএই প্রোকার চ্যাম্পিয়নশিপ।

আরও পড়ুন: জাবির র‌্যাগ ডের নৃত্যে ক্ষুব্ধ সালমান, ব্যবস্থা নেয়ার পরামর্শ

এটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল রেসিং চ্যাম্পিয়নশিপ যেখানে বিভিন্ন দেশ থেকে অনেক প্রতিযোগী আসে এবং অংশগ্রহণ করেন। এটি একটি মাল্টিক্লাস রেসিং প্রতিযোগিতা এবং এই টুর্নামেন্টে ৮৬ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হলাম আজকে একজন বাংলাদেশি রেসিং ড্রাইভার হয়ে, বাংলাদেশের ইতিহাসের প্রথম রেসিং টিমের সঙ্গে, বাংলাদেশ মটরসস্পোর্টস।’

দেশবাসীকে কৃতজ্ঞতা জানিয়ে অভিক লিখেছেন, ‘দেশবাসীর কাছে আমি চির কৃতজ্ঞ আমার জন্য দোয়া করেছেন এবং আমার স্পন্সরদের আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই।’

বিশ্বমঞ্চে এমন অসাধারণ অর্জনে অভিক আনোয়ারকে শুভেচ্ছা জানিয়েছেন তারই বন্ধু এবং বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। তিনি ফেসবুকে লিখেছেন, ‘অভিক আনোয়ারকে প্রাণঢালা অভিনন্দন। তোমার এই ব্যতিক্রমী অর্জন দেশকে গর্বিত করেছে।’


সর্বশেষ সংবাদ