করোনা-লকডাউনে স্বাবলম্বী ঢাবি ছাত্রী নির্জনা

১৩ মে ২০২১, ১০:০৪ PM
সফল উদ্যোক্তা

সফল উদ্যোক্তা © টিডিসি ফটো

বর্তমানে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজের ব্যবসায়িক পরিচিতি গড়ে তোলা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণরা ইন্টারনেটের এই সুবিধাকে কাজে লাগিয়ে সফল উদ্যোক্তা বনে যাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ফাতেমা ফারজানা নির্জনা তেমন একজন সফল উদ্যোক্তা।

করোনার ছুটিতে নিজ জেলা মেহেরপুরে থেকেই ‘নির্জনশৈলী’ নামে অনলাইনে নিজের ব্যবসা দাঁড় করিয়েছেন ঢাবির এই তরুণ উদ্যোক্তা। শাড়ি এবং পাঞ্জাবি নিজের হাতে পেইন্ট করেন। এছাড়া কুশিকাটার পণ্য নিয়েও তিনি কাজ করেন। বিস্তারিত জানাচ্ছেন শেখ শাকিল হোসেন-

দ্যা ডেইলি ক্যাম্পাস: উদ্যোক্তা হওয়ার আগ্রহ কিভাবে তৈরি হলো?
নির্জনা: করোনাকালীন পরিস্থিতে নিজের পরিবারের পাশে দাঁড়ানোর চিন্তা, এবং একঘেয়েমি জীবন থেকে মুক্তি পেতে উদ্যোক্তা হওয়ার চিন্তা মাথায় আসছিলো। ছোটবেলা থেকেই আঁকাআঁকি তে ঝোঁক ছিলো। তাই কাগজের ক্যানভাস থেকে একটু সরে এসে কাপড়কে ক্যানভাস বানিয়ে আঁকতে শুরু করলাম। এখান থেকেই হ্যান্ড পেইন্টেড শাড়ি-পাঞ্জাবির কথা মাথায় আসলো, এরপর থেকেই শুরু।

দ্যা ডেইলি ক্যাম্পাস: কখন থেকে যাত্রা শুরু এবং কিভাবে?
নির্জনা: ৪ সেপ্টেম্বর, ২০২০ এ অনলাইন পেজ খুলেছিলাম, নিজের নামেই নাম দিই, নির্জনশৈলী। সেখান থেকেই শুরু, তারপরে আর ফিরে তাকাতে হয়নি।

দ্যা ডেইলি ক্যাম্পাস: আপনার ব্যবসা প্লাটফর্ম কিভাবে পরিচালনা করেন?
নির্জনা: ফেসবুকে আমার ব্যবসায়িক পেজ রয়েছে। নাম নির্জনশৈলী-Nirjonshoili (https://www.facebook.com/ Nirjonshoili)।

দ্যা ডেইলি ক্যাম্পাস: এটা শুরু করতে গিয়ে কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করছেন?
নির্জনা: প্রথম দিকে লেখাপড়ার ক্ষতি হবে বলে বাবা মা তেমন সাপোর্ট করেননি। সেই সাথে কাঁচামাল কেনার জন্য পর্যাপ্ত টাকাও ছিলো না। তবে সময় পরিকল্পনা ও পরিশ্রম দিয়ে সব টা আস্তে আস্তে সামলে নিয়েছি।

দ্যা ডেইলি ক্যাম্পাস: আপনার ভবিষ্যৎ পরিকল্পনা বলুন।
নির্জনা: নির্জনশৈলী কে হ্যান্ড পেইন্টেড পাঞ্জাবির একটা ব্র‍্যান্ড হিসেবে দাঁড় করাতে চাই।

দ্যা ডেইলি ক্যাম্পাস: যারা নতুন নতুন উদ্যোক্তা হতে চায়, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলবেন?
নির্জনা: উদ্যোক্তা হতে হলে, সবার আগে খুব সাহসী একটা মনোবল থাকতে হবে। কারণ এই পথে অনেক উত্থান পতন আসবে, সব টা সহ্য করার মানসিকতা থাকতে হবে, ভেঙে পড়লে চলবে না। আর প্রথম দিকে খুব কম পরিমান লাভ রেখে সেল শুরু করতে হবে। সর্বোপরি সৎভাবে কাজ করলে এবং পণ্যের কোয়ালিটি ঠিক থাকলেই সফল উদ্যোক্তা হওয়া যাবে।

দ্যা ডেইলি ক্যাম্পাস: পরিবার থেকে কোন উৎসাহ কিংবা বাঁধা পান কিনা?
নির্জনা: প্রথম দিকে কিছু বাধা পেলেও, এখন ব্যাবসা এবং লেখাপড়া সব ঠিকঠাক সামলে নিতে পারি দেখে, বাবা মা উৎসাহই দেয়।

দ্যা ডেইলি ক্যাম্পাস: প্রতিমাসে কি পরিমাণ সেল হচ্ছে আপনার?
নির্জনা: প্রতি মাসে ২৫০০০-৩৫০০০ টাকার সেল হয়।

দ্যা ডেইলি ক্যাম্পাস: পণ্য ডেলিভারিতে নিয়ে সমস্যায় পড়তে হয়? কি রকম সেটা?
নির্জনা: আমার জেলা মেহেরপুর। এখানকার কুরিয়ার সার্ভিস গুলো খুবই ভালো। তাই খুব একটা সমস্যায় পড়তে হয় না। আমি বেশিরভাগ সময়ই সুন্দরবন কুরিয়ার প্রিফার করে থাকি। সুন্দরবন কুরিয়ার খুব কম সময়েই ডেলিভারি দেয়। তবে দেশের সব জায়গায় ক্যাশ অন ডেলিভারি সুবিধা থাকলে আরো ভালো হতো। 

দ্যা ডেইলি ক্যাম্পাস: কত টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিলেন আর এখন পুঁজি কত?
নির্জনা: ৬ হাজার টাকা দিয়ে ব্যাবসা শুরু করেছিলাম। আর এখন ওভাবে পুঁজি বলতে খুব বেশি না, কারণ আমার প্রোডাক্ট গুলো, আমি স্টক করি না, প্রি অর্ডার নিই, এডভান্স নিই, তার ৮-১০ দিন পর প্রোডাক্ট ডেলিভারি করি। তাই এখানে প্রোডাক্ট প্রতি পুঁজি এবং লাভ আসে।

দ্যা ডেইলি ক্যাম্পাস: এ পর্যন্ত কাজের কোন স্বীকৃতি পেয়েছেন?
নির্জনা: উল্লেখযোগ্য কোনো পুরস্কার না পেলেও, স্থানীয় সংবাদ প্রতিবেদনে নির্জনশৈলী ভিডিও চিত্র আকারে প্রকাশ পেয়েছে, সেই সাথে সুধীজনদের অনেক দোয়া ও ভালোবাসা পেয়েছি। তবে আমার মনে হয়, নতুন উদ্যোক্তা দের জন্য সরকারের তরফ থেকে কিছু সম্মাননা দেওয়া প্রয়োজন, তাহলে তারা কাজে আরো বেশি উৎসাহ পাবে। 

দ্যা ডেইলি ক্যাম্পাস: আপনার লাখ টাকার বিক্রির অনুভূতি কেমন?
নির্জনা: অনলাইনে লাখ টাকার সেল, ব্যাপার টা বেশ কঠিন। আমি আলহামদুলিল্লাহ ৩ মাসে এই টারগেট অতিক্রম করেছি এবং বর্তমানে ২ লাখ টাকার সেল অতিক্রম করেছি। প্রথম দিকে লাখ টাকা সেল ব্যাপারটা অবিশ্বাস্য লাগতো, কিন্তু পরে সবার দোয়াই আমিও এই টারগেট অতিক্রম করতে পেরেছি, আলহামদুলিল্লাহ।

দ্যা ডেইলি ক্যাম্পাস: ক্যারিয়ার হিসেবে কি ই-কমার্সকেই বেঁচে নিবেন? হ্যাঁ হলে কেন?
নির্জনা: সবাই যদি চাকরির পিছনে ছুটি, তাহলে চাকরি দেওয়ার মানুষ থাকবে না। তাছাড়া আমাদের মতো জনসংখ্যাবহুল উন্নয়নশীল দেশের অর্থনীতির জন্য ই-কমার্সের গুরুত্ব কতখানি, তা বলার অপেক্ষা রাখে না। তাই নিজেদের স্বাবলম্বনের জন্য অনলাইন বিজনেস খুবই যুগোপযোগী একটা কর্মক্ষেত্র। তাছাড়া এখানে আমার নিজের ক্রিয়েটিভিটি দেখানোর সুযোগ আছে বিধায়, ব্যাপারটা আমি খুবই এনজয় করি। আমার ব্যাবসার প্রতিটা পাঞ্জাবি আমি নিজে ডিজাইন করি, যেখানে আমার সৃজনশীলতা প্রকাশের ব্যাপক সুযোগ রয়েছে। আজ আমার মনে হয় ক্যারিয়ার হিসেবে সেই পেশাকেই বাছাই করা উচিত, যেখানে নিজের স্বাচ্ছন্দ্য রয়েছে। আর পেইন্টিং এ আমি নিজের স্বাচ্ছন্দ্য খুঁজে পাই। তাই ভবিষ্যতে আমার এই উদ্যোক্তা জীবনকেই কন্টিনিউ করার ইচ্ছা আছে, বাকিটা আল্লাহ ভরসা।

দ্যা ডেইলি ক্যাম্পাস: আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেবার জন্য।
নির্জনা: আপনাকে এবং দ্যা ডেইলি ক্যাম্পাসকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। 

২৫ জানুয়ারি ফেনী যাচ্ছেন তারেক রহমান
  • ২১ জানুয়ারি ২০২৬
দুর্নীতির অভিযোগে যবিপ্রবির শিক্ষক ও প্রকৌশলী বরখাস্ত
  • ২১ জানুয়ারি ২০২৬
টেকনাফ সীমান্তে ১০টি স্থলমাইনের চাপ প্লেট উদ্ধার, এলাকাজুড়ে…
  • ২১ জানুয়ারি ২০২৬
৪ লক্ষাধিক মানুষের জন্য ৪ চিকিৎসক
  • ২১ জানুয়ারি ২০২৬
‘এটাই ক্রিকেট, নিদাহাস ট্রফির কথা মনে পড়ছে’, আবেগাপ্লুত কণ্…
  • ২১ জানুয়ারি ২০২৬
আবরার ফাহাদ হত্যার রায় এই সরকার কার্যকর করতে পারলো না: আবরা…
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9