চট্টগ্রাম বোর্ডে ব্যবসায় শিক্ষায় শীর্ষে আনোয়ারার মেহেজাবীন

তাজনীন মেহেজাবীন চৌধুরী
তাজনীন মেহেজাবীন চৌধুরী  © টিডিসি সম্পাদিত

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা বিভাগে প্রথম স্থান অর্জনের কৃতিত্ব দেখিয়েছেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার শিক্ষার্থী তাজনীন মেহেজাবীন চৌধুরী। এবার ১ হাজার ৩০০ নম্বরের মধ্যে ১ হাজার ২৩৭ নম্বর পেয়ে তিনি বোর্ডে সবার শীর্ষে অবস্থান করেছেন।

জানা গেছে, মেহেজাবীন আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। তার বাড়ি উপজেলার চাতরী ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে। ছোটবেলায় বাবাকে হারানো এ মেয়েটি বেড়ে উঠেছে মায়ের একক সংগ্রামে। মা শাহীন আক্তার একজন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। বাবা না থাকলেও মেয়ের ভবিষ্যৎ গড়তে তিনি কখনো পিছু হটেননি।

মেহেজাবীনের এ কৃতিত্বে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে পরিবার থেকে শুরু করে স্কুল এবং এলাকাজুড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে চলছে শুভেচ্ছা ও অভিনন্দনের ঢল।

ফলাফল প্রকাশের পর অনুভূতি জানাতে গিয়ে মেহেজাবীন বলেন, ‘বোর্ডে প্রথম হবো, এটা ভাবিনি। বরং মাঝখানে পড়াশোনায় অনেক সময় পিছিয়ে গেছি। রমজান মাসে অসুস্থ হয়ে পড়েছিলাম, কিছু কার্যক্রমেও ব্যস্ত ছিলাম। তারপরও এই ফল পেয়ে আমি কৃতজ্ঞ। সবসময়ই চেয়েছি মায়ের মুখে হাসি ফোটাতে, আজ সেটা পেরেছি।’

তিনি আরো বলেন, দিনে গড়ে ৫-৬ ঘণ্টার বেশি পড়াশোনায় সময় দেননি। তবুও নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হননি। ভবিষ্যতে বিচার বিভাগে কাজ করার স্বপ্ন দেখেন এই মেধাবী শিক্ষার্থী।

মেহেজাবীনের মা শাহীন আক্তার বলেন, ‘বাবা হারা মেয়েটাকে একাই বড় করেছি। কখনো তার শখ পূরণ করতে পারিনি, তবুও সে কোনো অভিযোগ করেনি। ওর এই সাফল্য আমার জীবনের সেরা প্রাপ্তি।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম নাসির উদ্দীন বলেন, ‘আমরা এই ফলাফল অনানুষ্ঠানিকভাবে জেনেছি। মেহেজাবীনের সাফল্যে আমরা সবাই গর্বিত।’

সহকারী শিক্ষক আজগর আলী বলেন, ‘প্রথম থেকেই মেহেজাবীন ছিল আত্মবিশ্বাসী ও মনোযোগী। তার সাফল্য আমাদের জন্য অনুপ্রেরণা। মেহেজাবীনের এ অর্জন শুধু তার ব্যক্তিগত নয়, বরং এটি আনোয়ারা উপজেলার জন্য একটি সম্মানজনক মুহূর্তও বটে।’


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!