এসএসসি

হাত না থাকলেও আশা ছিল, অসম্ভবকে সম্ভব করলেন মুখ দিয়ে লেখা সেই লিতুন

১০ জুলাই ২০২৫, ০৪:১৫ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১০:০৭ PM
এসএসসি পরীক্ষার্থী লিতুন জিরা

এসএসসি পরীক্ষার্থী লিতুন জিরা © ফাইল ফটো

জন্মগতভাবে লিতুন জিরার নেই দুইটি হাত। তবুও থেমে নেই তার লেখাপড়া। অদম্য স্পৃহা নিয়ে মুখ দিয়ে লিখে পিএসসিতে পেয়েছেন জিপিএ-৫। চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে বিজ্ঞান বিভাগ থেকে সব বিষয়ে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে সে।

লিতুন জিরা যশোরের মণিরামপুর উপজেলার সাতনল খানপুর গ্রামের হাবিবুর রহমান ও জাহানারা বেগম দম্পতির মেয়ে। উপজেলার গোপালপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় সে।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে ফলাফল প্রকাশের পর উচ্ছ্বসিত লিতুন জিরার পরিবার। ফলাফলে সন্তোষ প্রকাশ করে লিতুন জিরা জানান, সে আরও ভালোভাবে লেখাপড়া করে চিকিৎসক হতে চায়।

লিতুন জিরার বাবা হাবিবুর রহমান বলেন, ‘লিতুনজিরার লেখাপড়ার অদম্য আগ্রহে আমরা তাকে বোঝা মনে না করে সর্বদা তার পাশে থেকে সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছি। লিতুনজিরা তার প্রতিভা দিয়ে একের পর এক কৃতিত্বের স্বাক্ষর রেখে আমাদের মুখ উজ্জ্বল করেছে। তার মেধার ও অনন্য প্রতিভার কারণে সে সবার কাছে পরিচিত। এমনকি সে জাতীয় পর্যায়েও মেধার স্বাক্ষর রেখে সর্বোচ্চ পুরস্কার পেয়েছে। বাবা হিসেবে আমি গর্ববোধ করি।’

ট্যাগ: এসএসসি
হাসিনা আপার কর্মী-সমর্থকদের জানাতে চাই, আমরা আছি আপনাদের পা…
  • ২৪ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠার দুই যুগেও মাভাবিপ্রবিতে নেই নিজস্ব মন্দির, খোলা …
  • ২৪ জানুয়ারি ২০২৬
কিছু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়ে…
  • ২৩ জানুয়ারি ২০২৬
‘ফ্যাসিস্ট আমলে জাতীয়তাবাদী আদর্শের যারা নিয়োগ পেয়েছে, তারা…
  • ২৩ জানুয়ারি ২০২৬
নাহিদের আসনে আচরণবিধি লঙ্ঘন করে পোস্টার সাঁটানোর অভিযোগ বিএ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
ঢাবি উপাচার্যের জগন্নাথ হল পূজামণ্ডপ পরিদর্শন
  • ২৩ জানুয়ারি ২০২৬