জবির ডি ইউনিটে প্রথম জাকিয়া, হতে চান বিসিএস ক্যাডার

জাকিয়া আক্তার
জাকিয়া আক্তার  © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের (ডি ইউনিট) ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় তৃতীয় শিফটে অংশ নিয়ে এবারের পরীক্ষায় ৮৫ নম্বর পেয়ে সর্বোচ্চ স্কোর করেছেন জাকিয়া আক্তার। তার ভবিষ্যৎ লক্ষ্য বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ক্যাডার হওয়া।  

গতকাল রবিবার (২৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ও অফিসিয়াল পেইজে ফলাফল প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বহুনির্বাচনি অংশে ২২, লিখিত অংশে ৩৫ এবং এসএসসি ও এইচএসসি ফলাফলের ভিত্তিতে ২৮ নম্বর পেয়ে তিনি সবার মধ্যে শীর্ষস্থান অধিকার করেছেন।  

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে জাকিয়া বলেন, ‘আমি বাংলা সাহিত্য পড়তে চাই, কারণ এটা আমার অনেক প্রিয় বিষয়। ভবিষ্যতে বিসিএস ক্যাডার হওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চাই।’ তিনি জানান, তার বড় ভাইয়ের অনুপ্রেরণাতেই এই সাফল্য অর্জন করেছেন।  

জাকিয়া শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয়েই নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতেও সাফল্য পেয়েছেন। তিনি সেখানে ১১৪৯তম স্থান অধিকার করেছেন এবং ঢাবিতেই ভর্তি হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের পূর্বাচলের ৪ নম্বর সেক্টরে।  

তিনি জনতা উচ্চ বিদ্যালয় ও আমিরজান কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেছেন, উভয় ক্ষেত্রেই জিপিএ-৫ পেয়েছেন। তার বাবা জাকির হোসেন বাচ্চু একজন মুদি ব্যবসায়ী, আর মা নাসিমা বেগম গৃহিণী। তিন ভাই-বোনের মধ্যে কনিষ্ঠ জাকিয়ার বড় ভাই সোনালী ব্যাংকে ক্যাশ অফিসার এবং মেজো ভাই টাউন কলেজে স্নাতকে অধ্যয়নরত।  

প্রসঙ্গত, এবারের ডি ইউনিট ভর্তি পরীক্ষায় মোট আসন সংখ্যা ছিল ৫৯০টি। প্রথম শিফটে ২৯৪টি ও দ্বিতীয় শিফটে ২৯৬টি আসন বরাদ্দ ছিল। গত ১৫ ফেব্রুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence