যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের উদ্ভাবনে ২ মিলিয়ন ডলার তহবিল দেবেন বাংলাদেশি চ্যান্সেলর

২৭ জুন ২০২৫, ০২:৩২ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১২:৪৭ PM
ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ

ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ © সংগৃহীত

যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশি শিক্ষানেতা ও উদ্যোক্তা ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ শিক্ষাক্ষেত্রে এক সাহসী ও যুগান্তকারী উদ্যোগ ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, শিক্ষার্থীদের উদ্ভাবনী আইডিয়া ও উদ্যোগ বাস্তবায়নের জন্য ২ মিলিয়ন ডলারের একটি স্টার্ট-আপ তহবিল গঠন করছেন।

ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (WUST)-এর ২০২৫ সালের কনভোকেশন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। কনভোকেশনটি অনুষ্ঠিত হয় আলেকজান্দ্রিয়া সিটি হাইস্কুলের অডিটোরিয়ামে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ২৬৩ জন স্নাতকসহ, মার্কিন রাজনীতিক, বিচারক, গবেষক ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা।

চ্যান্সেলর হানিপ বলেন, ‘আমরা চাই না শিক্ষার্থীরা শুধু চাকরির সন্ধানে জীবন কাটাক। বরং তারা যেন নিজেরাই নতুন সুযোগ তৈরি করতে পারে। সেই ভাবনা থেকেই এই তহবিল গঠনের সিদ্ধান্ত।’

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের ভেতরেই একটি ইনোভেশন এন্টারপ্রেনারশিপ ইনকিউবেটর চালু করা হবে। যেখানে শিক্ষার্থীরা পাবেন পরামর্শ, সহায়তা এবং তাদের প্রকল্প বাস্তবায়নের জন্য বিনিয়োগ—একজন শিক্ষার্থীর জন্য সর্বোচ্চ অর্থায়ন হতে পারে কয়েক লাখ ডলার পর্যন্ত।

এই উদ্যোগ শিক্ষার্থীদের শুধু আর্থিক সহায়তাই দেবে না, বরং তাদের উদ্ভাবনী মানসিকতাকে উৎসাহিত করবে এবং বাস্তবমুখী উদ্যোগে রূপান্তর করতে সহায়তা করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক সিটির সিভিল কোর্টের বিচারক সোমা সাঈদ, ভার্জিনিয়া স্টেট সিনেটর সাদ্দাম আজলান সেলিম, লাউডন কাউন্টির কোষাধ্যক্ষ হেনরি আইকেলবার্গ, এবং গবেষক ড. আনিস রহমান। তারা প্রত্যেকেই শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখেন, অধ্যবসায়, নেতৃত্ব এবং মূল্যবোধ নিয়ে জীবন গড়ার আহ্বান জানান।

কনভোকেশনের শেষ অংশে শিক্ষার্থীরা যখন উল্লাসে তাদের হ্যাট ছুড়ে দেন, সেটি ছিল শুধু ডিগ্রি অর্জনের মুহূর্ত নয়—বরং এক নতুন যাত্রার সূচনা, যেখানে ভবিষ্যতের নেতৃত্ব, উদ্ভাবন ও সৃজনশীলতা গড়ে তুলতে প্রস্তুত এক নতুন প্রজন্ম।

গণভোটের প্রচারণায় ২৩৮ আসনে প্রার্থী ঘোষণা এনসিপি’র
  • ২৩ জানুয়ারি ২০২৬
গণভোটের প্রচারণায় ২৩৮ আসনে প্রার্থী ঘোষণা এনসিপি’র
  • ২৩ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতৃত্বাধীন জোটে যুক্ত হচ্ছে আরও একটি দল!
  • ২৩ জানুয়ারি ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে স্বরস্বতী পূজা উদযাপিত
  • ২৩ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের ব্যতিক্রমী নির্বাচনী জনসভা
  • ২৩ জানুয়ারি ২০২৬
এবার শাকসু নির্বাচনে এজিএস প্রার্থীর পদ স্থগিত করল ছাত্রদল
  • ২৩ জানুয়ারি ২০২৬