বিদেশে উচ্চশিক্ষা

উচ্চশিক্ষায় সেরা গন্তব্য হতে পারে সুইডেন

২৭ জানুয়ারি ২০২৬, ০৬:৫৫ PM
ইউরোপের সুইডেনে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহীরা জেনে নিন খুঁটিনাটি নানা বিষয়ে

ইউরোপের সুইডেনে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহীরা জেনে নিন খুঁটিনাটি নানা বিষয়ে © সংগৃহীত

​আধুনিক শিক্ষা পদ্ধতি, উদ্ভাবনী গবেষণা আর নিরাপদ জীবনযাত্রার জন্য বিশ্বজুড়ে সমাদৃত দেশ সুইডেন। একসময় শুধু আইকিয়া (IKEA) কিংবা নোবেল প্রাইজের জন্য পরিচিত থাকলেও, বর্তমানে উচ্চশিক্ষার জন্য দক্ষিণ এশিয়ার শিক্ষার্থীদের কাছে অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠেছে এই স্ক্যান্ডিনেভিয়ান দেশটি। বিশেষ করে ২০২৬ সালে সুইডেন তাদের ভিসা ও কর্মসংস্থান নীতিতে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন আনায় শিক্ষার্থীদের আগ্রহ আরও বেড়েছে।

​কেন পছন্দের শীর্ষে সুইডেন?

​সুইডেনে উচ্চশিক্ষার প্রধান বৈশিষ্ট্য হলো এর স্টুডেন্ট-সেন্ট্রিক বা শিক্ষার্থীবান্ধব শিক্ষাব্যবস্থা। এখানে পাঠ্যবইয়ের চেয়ে হাতে-কলমে শেখা এবং গবেষণাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। এর প্রধান সুবিধাগুলো হলো:

*​শীর্ষ বিশ্ববিদ্যালয়: লুন্ড, উপসালা কিংবা কেটিএইচ (KTH)-এর মতো বিশ্বসেরা শিক্ষা প্রতিষ্ঠান।

*​ইংরেজি মাধ্যম: ১০০০-এর বেশি মাস্টার্স প্রোগ্রাম সম্পূর্ণ ইংরেজিতে পড়ার সুযোগ।

*​পরিবারসহ যাওয়ার সুযোগ: স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে স্পাউস (স্বামী/স্ত্রী) এবং সন্তানদের নিয়ে আসা যায়। স্পাউসরা এখানে ফুল-টাইম কাজের অনুমতি পান।

*​কাজের সুযোগ: পড়াশোনার পাশাপাশি পার্ট-টাইম এবং সেমিস্টার ব্রেকে ফুল-টাইম কাজের সুযোগ রয়েছে।

আরও পড়ুন: জেনে নিন বিশ্বসেরা ১০ ফুল-ফ্রি স্কলারশিপ সম্পর্কে

খরচ ও আর্থিক স্বচ্ছলতা

​সুইডিশ মাইগ্রেশন এজেন্সির নতুন নির্দেশনা অনুযায়ী, ২০২৬ সালে শিক্ষার্থীদের জন্য মাসিক জীবনযাত্রার ব্যয় বা আর্থিক স্বচ্ছলতার (Maintenance requirement) পরিমাণ কিছুটা পুনর্নির্ধারণ করা হয়েছে।

*​ব্যাংক ব্যালেন্স: বর্তমানে শিক্ষার্থীদের প্রতি মাসে অন্তত ১০,৬৫৬ সুইডিশ ক্রোনা (SEK) থাকার প্রমাণ দেখাতে হয়। ১ বছরের কোর্সের জন্য ব্যাংক স্টেটমেন্টে প্রায় ১৩ লক্ষ টাকার সমপরিমাণ অর্থ দেখানো প্রয়োজন।

*​টিউশন ফি: বিষয়ভেদে বার্ষিক টিউশন ফি সাধারণত ৮০,০০০ থেকে ১৬০,০০০ SEK হয়ে থাকে।

স্কলারশিপের সুযোগ

​মেধাবী শিক্ষার্থীদের জন্য সুইডেনে রয়েছে আকর্ষণীয় স্কলারশিপের ব্যবস্থা।

১. SI Scholarship (SISGP): এটি সুইডেন সরকারের সবচেয়ে জনপ্রিয় স্কলারশিপ। ২০২৬ সেশনেও বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এতে বিশেষ সুযোগ রয়েছে। এটি পেলে টিউশন ফি মওকুফের পাশাপাশি মাসে ১২,০০০ SEK স্টাইপেন্ড ও যাতায়াত ভাতা পাওয়া যায়।

২. বিশ্ববিদ্যালয়ভিত্তিক স্কলারশিপ: লুন্ড বা উপসালা বিশ্ববিদ্যালয় তাদের নিজস্ব মেধাবৃত্তি হিসেবে টিউশন ফি ৭৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত মওকুফ করে থাকে।

আরও পড়ুন: জেনে নিন মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ সম্পর্কে

​আইইএলটিএস (IELTS) ও ভর্তি প্রক্রিয়া

​সুইডেনে আবেদনের জন্য সাধারণত IELTS স্কোর ৬.৫ (কোনো ব্যান্ড ৫.৫-এর নিচে নয়) প্রয়োজন। তবে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে ব্যাচেলর ডিগ্রিতে ইংরেজি মাধ্যম (MOI) থাকলে ছাড় পাওয়া যেতে পারে।

​পড়াশোনার পর ক্যারিয়ার ও নাগরিকত্ব

​সুইডেনের সবচেয়ে বড় সুবিধা হলো পড়াশোনা শেষে ১ বছরের ‘জব সার্চ ভিসা’। এই সময়ে শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতানুযায়ী চাকরি খুঁজতে পারেন। চাকরি পাওয়ার পর রেসিডেন্স পারমিট পাওয়া সহজ হয় এবং একটানা ৪ বছর বৈধভাবে কাজ করলে স্থায়ী বসবাসের (PR) আবেদন করা যায়। ২০২৬ সাল থেকে ওয়ার্ক পারমিট পরিবর্তনের ক্ষেত্রে নিয়ম আরও সহজ করা হয়েছে, যা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বড় সুসংবাদ।

সাকিবের ফেরা নিয়ে বিসিবিকে স্পষ্ট বার্তা তামিমের
  • ২৭ জানুয়ারি ২০২৬
এক বিএনপি প্রার্থীকে দুই শোকজ
  • ২৭ জানুয়ারি ২০২৬
হিজাব-নিকাব পরা নারীদের নিয়ে ছাত্রদল নেতা— ‘দেখলে ভয় লাগে, …
  • ২৭ জানুয়ারি ২০২৬
বেরোবি শিক্ষক তাবিউরের নিয়োগ বাতিলে আইনি বাধা নেই, ফেরত দিত…
  • ২৭ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে পরিপত্র জারি, দেখুন এখানে
  • ২৭ জানুয়ারি ২০২৬
সেই পরিচালক নাজমুল কী ফিরেছেন? যা জানাল বিসিবি
  • ২৭ জানুয়ারি ২০২৬