নোয়াখালীতে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা

০৭ জুলাই ২০২২, ০৬:১০ PM
মো. হাসিবুল বাশার

মো. হাসিবুল বাশার © সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জে মো. হাসিবুল বাশার (২৫) নামে ছাত্রলীগের এক নেতাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বেগমগঞ্জের বাংলা বাজার-গোপালপুর সড়কের মহিব উল্যাপুর ব্রিজ সংলগ্ন এলাকায় তাকে হত্যা করা হয়।

নিহত বাশার উপজেলা ছাত্রলীগের কার্যকরী কমিটির সদস্য ছিলেন। তিনি কোটরা মহব্বতপুর গ্রামের মৃত আবুল বাশারের ছেলে।

পুলিশ জানিয়েছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংগঠনের ভেতরের প্রতিপক্ষ গ্রুপ তাকে হত্যা করেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে। তবে তার পরিচয় জানায়নি পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানায়, এলাকায় আধিপত্য নিয়ে গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। এ নিয়ে হাসান ও সোহাগ গ্রুপের মধ্যে বহুবার সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার দুপুরে হাসিবুল সোবহান মার্কেটের সামনে দিয়ে বন্ধুর মোটরসাইকেলে চড়ে গরুর বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় হাসানের লোকজন হাসিবুলকে তুলে নিয়ে গোপালপুর ইউনিয়নের বাংলা বাজার-গোপালপুর সড়কের মহিব উল্যাপুর ব্রিজ এলাকায় নিয়ে যায়। দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান, তাকে মৃত অবস্থায় আনা হয়েছে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সৈয়দ মহি উদ্দিন আবদুল আজিম বলেন, বেলা আড়াইটার দিকে হাসিবুলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার গলা কাটা ছিল ও মাথায় জখম ছিল। অতিরিক্ত রক্তক্ষরণ ও মাথায় জখমে তার মৃত্যু হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

বেগমগঞ্জ মডেল থানার ওসি মীর জাহেদুল হক রনি বলেন, এলাকায় রাজনৈতিক আধিপত্য নিয়ে সালাহ উদ্দিনের লোকজন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল হাসান একজনকে আটকের কথা জানিয়েছেন।

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরি, অভিজ্ঞতা থাকলেই করুন আবেদন
  • ১২ জানুয়ারি ২০২৬
‘বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা হবে’
  • ১২ জানুয়ারি ২০২৬
ফেনীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
  • ১২ জানুয়ারি ২০২৬
ব্যাটিং ব্যর্থতায় টেনেটুনে একশ ছাড়ানো পুঁজি রংপুরের
  • ১২ জানুয়ারি ২০২৬
কুড়িগ্রামে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
  • ১২ জানুয়ারি ২০২৬
স্কলারশিপে পড়ুন নেদারল্যান্ডসে, আইইএলটিএসে ৬.৫ বা টোফেলে ৯…
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9