ছাত্রদলকে শিক্ষা দেয়া হতো টেন্ডারবাজি, চাঁদাবাজির জন্য: জয়

ছাত্রলীগের সভাপতি আল নহিয়ান খান জয়
ছাত্রলীগের সভাপতি আল নহিয়ান খান জয়  © সংগৃহীত

ছাত্রলীগের সভাপতি আল নহিয়ান খান জয় বলেছেন, ‘ছাত্রদলের নেতা-কর্মীরা ছাত্র না। তাদের শিক্ষা দেয়া হতো টেন্ডারবাজি, চাঁদাবাজি করতে। তাদের যে বস খুনি জিয়া, তিনিতাদের এসব শিক্ষা দিয়েছিল। ছাত্রদলের মাঝে অর্থের লোভ ঢুকিয়ে দিয়েছিল।’

টঙ্গী সরকারি কলেজ মাঠে সোমবার (২৩ মে) সন্ধ্যায় শহীদ আহসান উল্লাহ মাস্টারের ১৮তম শাহাদাত বার্ষিকীতে তিনি এসব কথা বলেন। এ সময় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ কেন্দ্রীয় নেতাকর্মীরা অংশ নেন।

ছাত্রলীগ সভাপতি বলেন, ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে সর্তক থাকতে হবে। যেখানেই ছাত্রদলের নেতা-কর্মীরা বিশৃঙ্খলা করবে, সেখানেই গণধোলাই দিয়ে বাসায় পাঠানো হবে। ছাত্রলীগ একটি সুসংগঠিত ছাত্র সংগঠন। নেতাকর্মীরা মাদক, অস্ত্র মামলার আসামি হতে পারে না।

আরো পড়ুন: ছাত্রলীগের স্লোগানে যুবদলের ব্যানার, ফেসবুকে ভাইরাল

জেলা কমিটির বিষয়ে তিনি বলেন, করোনাকালে দেশের বিভিন্ন জেলায় সম্মেলন করা যায়নি। তাই অতি শিগগিরই বিভিন্ন জেলায় সম্মেলন দিয়ে কমিটি করা হবে।

পরে ভাওয়াল বীর, স্বাধীনতা পদকপ্রাপ্ত সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শহীদ আহসান উল্লাহ মাস্টারের ১৮তম শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও মোনাজাতে অংশ নেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।


সর্বশেষ সংবাদ