নতুন কমিটি গঠনে মত জানালেন ছাত্রদলের ৪৩ নেতা

১৩ এপ্রিল ২০২২, ০৮:৩১ AM
ছাত্রদলের নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে

ছাত্রদলের নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে © ফাইল ফটো

ছাত্রদলের বর্তমান কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় উদ্যোগ নেওয়া হয়েছে নতুন কমিটি গঠনের। এরই অংশ হিসেবে মঙ্গলবার (১২ এপ্রিল) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে থাকা সংগঠনের ৪৩ জন নেতার বক্তব্য শোনেন। বিকেল ৪টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত কেন্দ্রীয় ওই নেতাদের মতামত নেন তিনি। 

এ সময় ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র সহসভাপতি, যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সেখানে উপস্থিত থাকলেও তাদের মতামত জানতে চাওয়া হয়নি। ৬০ সদস্যের কমিটির ১২ জন অনুপস্থিত ছিলেন। সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল ছাত্রদলের বর্তমান কমিটির নেতৃত্ব দিচ্ছেন।

মতামত দেওয়া একাধিক নেতা জানান, মেয়াদোত্তীর্ণ কমিটির বিষয়ে করণীয় কী, এখনকার কমিটির বিষয়ে কী করা উচিত, নতুন কমিটিতে কী ধরনের নেতা নির্বাচন করা উচিত এবং জেলা কমিটি নিয়ে কী করা উচিত- এমন নানা প্রশ্ন করেছেন। বেশিরভাগ নেতাই নতুন কমিটির পক্ষে মতামত দিয়েছেন।

আরো পড়ুন: সলিমুল্লাহ মেডিকেল কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

জানা গেছে, দুই বছরের জন্য সরাসরি ভোটে ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর সংগঠনের সভাপতি হিসেবে ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক হিসেবে ইকবাল হোসেন শ্যামল নির্বাচিত হয়েছিলেন। গত বছরে সেপ্টেম্বরে মেয়াদ শেষ হয় কমিটির। এরপর নতুন কমিটি গঠনের দাবি ওঠে ছাত্রদলের মধ্য থেকে।

ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ
  • ২৯ জানুয়ারি ২০২৬
বিএনপির হামলায় উপজেলা সেক্রেটারি নিহতের ঘটনায় জামায়াত আমিরে…
  • ২৯ জানুয়ারি ২০২৬
বৃহস্পতিবার থেকে উত্তরাঞ্চলে শুরু তারেক রহমানের নির্বাচনী প…
  • ২৮ জানুয়ারি ২০২৬
বিএনপির হামলায় জামায়াত নেতা খুন, প্রতিবাদে বিক্ষোভের ডাক ডা…
  • ২৮ জানুয়ারি ২০২৬
কারিগরি শিক্ষায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ড. …
  • ২৮ জানুয়ারি ২০২৬
স্বাধীনতাবিরোধী দল ধোঁকা দিয়ে ভোট নিয়ে উন্নয়নকে ব্যাহত করছ…
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage